ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

‘পুরস্কার না পেলে কষ্ট পাই’

মারুফ খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫১, ২২ ডিসেম্বর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
 ‘পুরস্কার না পেলে কষ্ট পাই’

শাহরুখ খান

বিনোদন ডেস্ক : বলিউড কিং শাহরুখ খান। সিনেমায় অসাধারণ অভিনয়ের জন্য অসংখ্য পুরস্কার পেয়েছেন তিনি। কিন্তু ঝুলিতে এখন পর্যন্ত ভারতের জাতীয় পুরস্কার ভরতে পারেননি এ অভিনেতা।

 

 

এ প্রসঙ্গে শাহরুখ খান বলেন, ‘দর্শক, জুরি বোর্ডের সদস্য এবং নির্মাতাদের দয়ায় আমি অনেক পুরস্কার জিতেছি। আমার মতে, বসে বসে পুরস্কার পাওয়ার চিন্তা করাটা অ্যাওয়ার্ডকে অবমাননা করা হয়। আর আমি যদি অ্যাওয়ার্ড না জিতি এর অর্থ আমি তা পাওয়ার যোগ্য না।’

 

চাক দে ইন্ডিয়া অথবা স্বদেশ সিনেমার জন্য ভারতের জাতীয় পুরস্কার পাওয়া উচিৎ ছিল কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমার মনে হয় না আমি এমন কোনো কাজ করেছি যার জন্য জাতীয় পুরস্কার পাওয়া উচিৎ ছিল। আমি অ্যাওয়ার্ড পাওয়ার জন্য কাজ করি না। আমি যদি কোনো অ্যাওয়ার্ড না পেয়ে থাকি তার মানে আমি এটি পাওয়ার যোগ্য না।’

 

‘ফ্যান’ সিনেমাখ্যাত এ অভিনেতা আরো বলেন, ‘আমি অ্যাওয়ার্ড খুবই পছন্দ করি। এটি নিয়ে আমি কখনই সংকোচ করি না। আমি তারকা অভিনেতা হিসেবে পরিচিত হতে পছন্দ করি এবং অ্যাওয়ার্ড জেতা আমার কাজ। আমি অনেকদিন ধরে সিনেমায় কাজ করছি এবং এজন্য স্বীকৃতি পাওয়াটা ভালো। সকল শিল্পী তিনি কবি, গায়ক, ড্যান্সার, চিত্রকর্মী যেই হন না কেন স্বীকৃতি পেতে পছন্দ করেন।’

 

৫১ বছর বয়সি এ অভিনেতা জানান, অ্যাওয়ার্ড না পেলে ভীষণ কষ্ট পান তিনি। এ প্রসঙ্গে শাহরুখ বলেন, ‘আমি যে পুরস্কারই পাই না কেন, তা এতদিনের অথবা একটি নির্দিষ্ট সিনেমায় কাজের স্বীকৃতি হিসেবে মনে করি। আমি অ্যাওয়ার্ডের বিষয়গুলো নজরে রাখি এবং কঠোর পরিশ্রম ও চেষ্টা করি। এরপর কোনো পুরস্কার না পেলে কষ্ট পাই।’

 

প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে ইন্ডিয়ান অ্যাকাডেমি অ্যাওয়ার্ড। এ অনুষ্ঠানের ঘোষণা প্রদান উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানের সংবাদসম্মেলনে কথাগুলো বলেন শাহরুখ। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সিলিকন ভ্যালিতে অনুষ্ঠিত হবে এ অনুষ্ঠান। হলিউড, বলিউড, টলিউডের তারকাদের একত্রিত করা এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য বলে জানা গেছে।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২২ ডিসেম্বর ২০১৬/মারুফ/ফিরোজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়