ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

পুলিশ-ঢাকার সমর্থক হাতাহাতি

ইয়াসিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪১, ৬ ডিসেম্বর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পুলিশ-ঢাকার সমর্থক হাতাহাতি

ক্রীড়া প্রতিবেদক : ঢাকা ডায়নামাইটসের সমর্থকদের সঙ্গে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের হাতাহাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিপিএলে চিটাগং ভাইকিংস ও রাজশাহী কিংসের ম্যাচ শেষ হওয়া মাত্র এ ঘটনা ঘটে।

 

দায়িত্ব পালনরত পুলিশের বক্তব্য,‘খেলা শেষ হওয়া মাত্র ঢাকা ডায়নামাইটসের ক্রিকেটাররা ১ নম্বরের ড্রেসিং রুমে একে একে ঢুকতে থাকেন। সে সময়ে ঢাকার সমর্থকরা ড্রেসিং রুমের কোল ঘেঁষে থাকা ভিআইপি গ্র্যান্ডস্ট্যান্ডের সামনে এসে ক্রিকেটারদের সঙ্গে সেলফি তোলার চেষ্টা করে। কিন্তু পুলিশ সদস্যরা সেখান থেকে সমর্থকদের সরাতে গেলে পুলিশের সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটে। পুলিশ দুই-একজনকে ধরার চেষ্টা করলে ঢাকার সমর্থকরা পুলিশের উপর চড়াও হয়।’

 

ঘটনাস্থলের একটি ভিডিও রাইজিংবিডির হাতে এসেছে। ভিডিওতে দেখা যায় ড্রামের স্টিক দিয়ে পুলিশের উপর হামলা করে ঢাকা ডায়নামাইটসের জার্সি পরা সমর্থকরা। ভিডিওতে বিসিবির নিরাপত্তা উপদেষ্টা মেজর (অব.) হোসেন ইমামকেও দেখা যায়। অ্যাক্রিডিটেশন কার্ড পরা বিসিবির লজিস্টিক বিভাগের মুন্না মিরাজকে সে সময়ে আঙুল তুলে পুলিশ সদস্যকে শাষাতে দেখা যায় এবং সাদা শার্ট পড়া নিরাপত্তা লিয়াঁজো কর্মকর্তাকে সে সময়ে হোসেন ইমামের সঙ্গে তর্কবিতর্ক করতে দেখা যায়।

 

এদিকে ঢাকা ডায়নামাইটসের সমর্থকদের সঙ্গে কথা বলে জানা যায়, পুলিশের কয়েক সদস্য ভিআইপি গ্র্যান্ডস্ট্যান্ডের প্রথম সারিতে বসে ছিলেন। তাদের উঠতে বললে উল্টো পিছনে বসতে বলে। এতে হাতাহাতির সৃষ্টি হয়। 

 

মিরপুর ওসি (তদন্ত) সাজ্জাদ হোসেন বলেন, ‘গ্র্যান্ড স্ট্যান্ডে বসা নিয়ে যে ঘটনা ঘটেছে মাঠে এমন ঘটনা কোনো সময় ঘটেনি। তবে, শুধু বসা নিয়ে এটা হয়নি। ঢাকার ক্রিকেটাররা ড্রেসিং রুমে ঢুকার সময় অনেকে ছবি তুলতে এগিয়ে যায়। তাদের আটকাকে আমরা এগিয়ে গেলে আমাদের সঙ্গে কথা কাটাকাটি হয়। আমরা প্রথম সারিটা নিরাপত্তার জন্য কাউকে বসতে দেই না। ওখানে একটা বাউন্ডারি দিয়ে দিয়েছি। কিন্তু ওরা ওই বাউন্ডারি টপকে গিয়েছিল।’

 

এদিকে নাম প্রকাশ না করার শর্তে এক পুলিশ সদস্য বলেন,‘আমাদের একজন পুলিশ, সাব ইন্সপেক্টর জহিরকে মারধর করেছে ঢাকার সমর্থকরা। আমি একজন পুলিশ সদস্য হয়ে বিব্রতবোধ করছি। ওই গ্যালারিতে দায়িত্বরত পুলিশ সদস্যদের লাঞ্ছিত করেছে। বাবা-মা তুলে গালাগাল দিয়েছে। সেখানে ঢাকা ডায়নামাইটসের কর্মকর্তা ও বিসিবির শীর্ষ কর্মকর্তারাও ছিলেন।’

 

এ বিষয়ে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী জানান, এরকম একটি ঘটনা আমাদের নজরে এসেছে। আমরা বিষয়টি তদন্ত করব। পাশাপাশি পুলিশও বিষয়টি তদন্ত করে দেখবে।’

 

এদিকে বিপিএলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক জানান, ভুলবোঝাবুঝির কারণে পুলিশের সঙ্গে ঢাকার সমর্থকদের এমন ঘটনার সৃষ্টি হয়েছে। আমরা বিষয়টি তদন্ত করে দেখব।

 

 

রাইজিংবিডি/ঢাকা/৬ ডিসেম্বর ২০১৬/ইয়াসিন/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়