ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

পুলিশের ২ কর্মকর্তার বিরুদ্ধে চাঁদা দাবির মামলা

জে.খান স্বপন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫১, ১৬ জুলাই ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পুলিশের ২ কর্মকর্তার বিরুদ্ধে চাঁদা দাবির মামলা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল : বরিশালের কাজীর হাট থানার ওসি ও এসআই’র বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। 

আজ রোববার বিকেলে বরিশালের জেষ্ঠ্য বিচারিক হাকিম আদালতে ওই মামলা করেছেন মেহেন্দিগঞ্জ উপজেলার পূর্ব রতনপুর গ্রামের বাসিন্দা সঞ্জয় চন্দ্র শীল। আদালত অভিযোগের বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে।

আসামিরা হলেন- ওসি মো. মাসুম তালুকদার ও এসআই মো. আলী আজিম।

আদালতের বেঞ্চ সহকারী অশোক দাস মামলার এজাহারের উদ্ধৃতি দিয়ে জানিয়েছেন, গত ৫ মার্চ মামলার বাদী সঞ্জয় চন্দ্র শীল বরিশাল-৪ আসনের এমপি পংকজ নাথের ভাইয়ের স্ত্রী, ইউনিয়ন চেয়ারম্যানসহ ৪১ জনকে আসামি করে দুর্নীতি দমন আইনে মামলা করেন। ওই মামলার পর স্থানীয় প্রভাবশালী মহল তার উপর ক্ষিপ্ত হয়ে ২ থেকে ৬ এপ্রিল পর্যন্ত তার বিরুদ্ধে চারটি মামলা করেন।

গত ২০ এপ্রিল পরস্পর যোগসাজশে সঞ্জয় চন্দ্র শীলের দুই পা ও ডান হাত পিটিয়ে ভেঙে ফেলে আরেক একটি মামলা করেন প্রভাবশালীরা। পরে প্রভাবশালীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের প্রস্তাব দেন সঞ্জয় চন্দ্র শীলকে।  

এতে রাজি না হয়ে থানার ওসির সঙ্গে দেখা করে বাদীর বিরুদ্ধে করা প্রত্যেকটি মামলার সুষ্ঠু ও সঠিকভাবে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার অনুরোধ করেন। তখন ওসি মাসুম তালুকদার ও এসআই আলী আজিম ৬০ হাজার টাকা উৎকোচ দাবি করেন বলে সঞ্জয় চন্দ্র শীল অভিযোগ করেছেন।  

উৎকোচ না দেওয়ায় প্রত্যেকটি মামলায় বাদী সঞ্জয়কে প্রধান অভিযুক্ত করে চার্জশিট জমা দিয়েছেন।



রাইজিংবিডি/বরিশাল/১৬ জুলাই ২০১৭/জে.খান স্বপন/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়