ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

পৃথক বিছানায় থাকছেন ট্রাম্প-মেলানিয়া

সাইফ বরকতুল্লাহ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:১৯, ২৪ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পৃথক বিছানায় থাকছেন ট্রাম্প-মেলানিয়া

ট্রাম্প-মেলানিয়া

সাইফ বরকতুল্লাহ : ট্রাম্পের পারিবারিক জীবন নিয়ে অনেক কৌতুক আছে। এ কৌতুক সৃষ্টির জন্য নিজেই দায়ী। দাম্পত্য জীবন নিয়ে তিনি বিভিন্ন সময় হাস্যরস করেছেন, যা গণমাধ্যমে হইচই ফেলে দেয়। তবে এসব খবরের অধিকাংশই ‘ওপেন সিক্রেট’।

এবার নতুন খবর হলো এখন আলাদা বিছানায় থাকছেন ট্রাম্প ও মেলানিয়া। ট্রাম্পের সঙ্গে থাকছেন না তার স্ত্রী মেলানিয়া। এক ঘরে থাকলেও একই বিছানা শেয়ার করছেন না তারা।  ২২ মার্চ এ বিষয়ে আমেরিকান সাময়িকী ‘ইউএস উইকলি’ একটি প্রতিবেদন প্রকাশ করে। তবে ব্রিটিশ দৈনিক দ্য ইন্ডিপেন্ডেন্ট এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে ২৩ মার্চ।

প্রতিবেদনে বলা হয়, বর্তমানে ট্রাম্প থাকেন ওয়াশিংটনে। একমাত্র সন্তান ব্যারনের সঙ্গে মেলানিয়া থাকেন ওয়াশিংটন থেকে ২০০ মাইল দূরের নিউ ইয়র্ক ট্রাম্প টাওয়ারে। স্বামী-স্ত্রী হওয়া সত্ত্বেও তারা একসঙ্গে ঘুমান না।

প্রতিবেদনে বলা হয়, প্রচারণার সময় দেখা গেলেও দায়িত্ব নেওয়ার পর প্রকাশ্যে ট্রাম্পের পাশে স্লোভেনিয়ান বংশোদ্ভূত মেলানিয়াকে দেখা গেছে কমই। প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের শপথ নেওয়ার পর টানা ২১ দিন আর হোয়াইট হাউসে আসেননি মেলানিয়া।

উল্লেখ করা হয়, মেলানিয়া তার বর্তমান জীবন নিয়ে চরম হতাশায় রয়েছেন। ৭০ বছর বয়সী ট্রাম্পের সম্পদ, রাজনীতি, প্রেসিডেন্ট মর্যাদা কিংবা তার সঙ্গে জড়িত কোনো কিছুতেই আগ্রহ নেই ৪৬ বছর বয়সী মেলানিয়ার।

মেলানিয়ার জন্ম স্লোভেনিয়ায়। ট্রাম্পের স্ত্রী হওয়ার আগে তার নাম ছিলো মেলানিয়া নেভস। তিনি ছিলেন স্লোভেনিয়ার শেভনিকার বাসিন্দা। তখন অবশ্য দেশটির নাম ছিলো যুগোশ্লাভিয়া। ২০০৫ সালে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বিয়ে হয় এই প্রাক্তন মডেলের। তাদের বিয়েতে অতিথি ছিলেন সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও ফার্স্ট লেডি হিলারি ক্লিনটন। তাদের এক সন্তান, যার নাম ব্যারন উইলিয়াম ট্রাম্প।

তিনবার বিয়ে করেছেন ট্রাম্প। তার তিন স্ত্রীই জীবনে কখনো না কখনো মডেল বা অভিনেত্রী ছিলেন। সুন্দরী নারীদের প্রতি তার আকর্ষণ সব সময়ই ছিল।

ট্রাম্পের প্রথম স্ত্রী ইভানা জেলনিকোভা। তিনি চেকোশ্লাভিয়ার নাগরিক ছিলেন। জেলনিকোভা ছিলেন চেক অ্যাথলেট। ছিলেন জনপ্রিয় মডেল। ফ্যানশন মডেল হিসেবে নিউ ইয়র্কে ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠতা হয় তার। তিন স্ত্রীর মধ্যে জেলনিকোভাই ছিলেন ট্রাম্পের সবচেয়ে প্রিয়। এ কথা গণমাধ্যমে স্বীকারও করেছেন তিনি।

 



ট্রাম্পের জীবনে দারুণ প্রভাব ছিল বড় বউ জেলনিকোভার। ট্রাম্পের প্রতিষ্ঠান ‘ট্রাম্প অরগানাইজেশন’-এর ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে ট্রাম্পকে প্রভাবিত করতেনও তিনি।

ট্রাম্পের অর্জিত সম্পদের বড় একটি অংশ ব্যয় হয়েছে তার প্রথম দুই স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ ঘটাতে গিয়ে। নিউ ইয়র্কে অর্থশালী হিসেবে নামডাক ছিল ট্রাম্পের। বিয়েতে যেমন খরচ করেছেন, সম্পর্ক ভাঙতেও তাকে তেমনি অর্থ গুনতে হয়েছে।

জেলনিকোভার সঙ্গে বিচ্ছেদের পর ১৯৯৩ সালে আবার বিয়ে করেন ট্রাম্প। আগের বারের মতো দ্বিতীয় স্ত্রী হিসেবে গ্রহণ করেন আরেক জনপ্রিয় মডেলকে। মডেল মার্লা ম্যাপলসকে সঙ্ গাঁটছড়া বাঁধেন ট্রাম্প। তাদের ঘর আলোকিত করে আসে কন্যাসন্তান টিফানি ট্রাম্প। কিন্তু ছয় বছর যেতে না যেতেই অন্য নারীর প্রেমে মজেন ট্রাম্প। এর মধ্যে ছয় বছরের মাথায় ম্যাপলসের সঙ্গে বিচ্ছেদ হয় ট্রাম্পের। তবে এ জন্য দ্বিতীয় স্ত্রীকে দিতে ২০ লাখ ডলার।

ট্রাম্প ও ইভানার সংসারে আসে তিন সন্তান। তারা হলেন- ট্রাম্প জুনিয়র, ইভাঙ্কা, এরিক। ১৯৯০ সালে ট্রাম্প ও জেলনিকোভার সংসার ভেঙে যায়।



রাইজিংবিডি/ঢাকা/২৪ মার্চ ২০১৭/সাইফ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়