ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ মুক্তাদিরের

আব্দুল্লাহ আল নোমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৫৭, ১৬ ডিসেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ মুক্তাদিরের

নিজস্ব প্রতিবেদক, সিলেট : একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দলের নেতা-কর্মীদের ধর-পাকড়সহ হয়রানি ও নগরীর বিভিন্ন স্থানে সাঁটানো ‘ধানের শীষের’ পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ করেছেন সিলেট-১ আসনে জাতীয় ঐক্যফ্রন্ট সমর্থিত বিএনপির প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির।

রোববার সকালে নগরীর আম্বরখানা সাপ্লাই সড়কে তার প্রধান নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন তিনি। এ সময় তিনি নির্বাচন ঘিরে পুলিশ প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা পালন করারও আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে মুক্তাদির অভিযোগ করেন, ‘তফসিল ঘোষণার পর থেকেই পুলিশ সর্বোচ্চ শক্তি দিয়ে বিএনপি ও ঐক্যফ্রন্ট নেতা-কর্মীদের দমনে ব্যস্ত রয়েছে। নেতা-কর্মীদের বাসা-বাড়িতে রাতের বেলায় তল্লাশি চালাচ্ছে। তাদের না পেয়ে স্বজনদের সাথে দুর্ব্যবহারও করছে।’

এ ছাড়া নির্বাচনী এলাকার প্রতিটি থানায় ছাত্রদল নেতাদের গ্রেপ্তার করতে ছাত্রলীগ সহযোগিতা করছে বলেও উল্লেখ করেন বিএনপির এ প্রার্থী। অনেক স্থানে ধানের শীষের প্রচারণার পোস্টার ছিঁড়ে ফেলা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীমসহ ঐক্যফ্রন্ট নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সিলেট সিটি করপোরেশন ও সদর উপজেলা নিয়ে গঠিত সিলেট-১ আসনটি মর্যাদার আসন বলে খ্যাত। এ আসনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের মনোনয়ন পেয়েছেন ড. এ কে আবদুল মোমেন। এ ছাড়া, আরো সাতজন প্রার্থী মাঠে রয়েছেন এ আসনে।



রাইজিংবিডি/সিলেট/১৬ ডিসেম্বর ২০১৮/নোমান/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়