ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

প্রচলিত শিক্ষাব্যবস্থার সংস্কার করা হবে

হাসিবুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৯, ২০ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
প্রচলিত শিক্ষাব্যবস্থার সংস্কার  করা হবে

নিজস্ব প্রতিবেদক : পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, উন্নত বাংলাদেশ গড়ার অগ্রযাত্রা আরো বেগবান করতে প্রচলিত শিক্ষাব্যবস্থার সংস্কার সাধন করা হবে।

সোমবার বাংলাদেশে ভারতীয় হাইকমিশন আয়োজিত ‘ইন্ডিয়ান টেকনিক্যাল অ্যান্ড ইকনোমিক কো-অপারেশন প্রোগ্রাম এবং ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশন’ দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

পরিকল্পনা মন্ত্রী মুস্তফা কামাল বলেন, শিক্ষার হার শতভাগে উন্নীত করার মাধ্যমে ২০৩০ সালে  জ্ঞানভিত্তিক অর্থনীতি গড়ে তোলা হবে। এসবের ধারাবাহিকতায় ২০৪০ সালের বাংলাদেশ হবে উন্নত বাংলাদেশ।

বাংলাদেশে ভারতীয়  হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দুদেশের মধ্যে চমৎকার সম্পর্ক বিরাজ করছে। আপনাদের সোনার বাংলার স্বপ্ন বাস্তবায়িত হলে ভারত সবচেয়ে বেশি খুশি হবে।

অনুষ্ঠানে পরিকল্পনা মন্ত্রী ভারতে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তির সংখ্যা বৃদ্ধি করার জন্য হাইকমিশনারের হস্তক্ষেপ কামনা করেন।



রাইজিংবিডি/ ঢাকা/২০ মার্চ ২০১৭/হাসিবুল/মুশফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়