ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

‘প্রতিটি বিভাগে বিশেষায়িত মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হবে’

তানজিনা আফরিন ইভা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:১৩, ২২ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘প্রতিটি বিভাগে বিশেষায়িত মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হবে’

নিজস্ব প্রতিবেদক : প্রতিটি বিভাগে বিশেষায়িত মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখা হাসিনা। এ ছাড়া জেলা পর্যায়ে সরকারি অথবা বেসরকারি বিশ্ববিদ্যালয় করা হবে বলেও জানান তিনি।

বুধবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশ্ববিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে ২০১৩-১৪ সালের ২৩৩ জন শিক্ষার্থীকে স্বর্ণপদক দেওয়া হয়।

প্রধানমন্ত্রী বলেন, ‘বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সক্ষমতা বাড়াতে হবে। বর্তমানে এত বেশি বিশ্ববিদ্যালয় হয়ে গেছে, যা নজরদারি করা কষ্টকর। ৯৫টি বেসরকারি বিশ্ববিদ্যালয়, ৪২টি সরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে। ১৩৭টি বিশ্ববিদ্যালয়কে নজরদারিতে রাখা কষ্টকর।’

তিনি বলেন, ‘বর্তমান বিশ্ব এগিয়ে যাচ্ছে। এর সঙ্গে আমাদের তাল মিলিয়ে এগিয়ে যেতে হবে। নতুন প্রযুক্তি আসছে। আমাদের দেশের ছেলেমেয়েদেরও এসব জ্ঞান অর্জন করতে হবে।’

শেখ হাসিনা বলেন, ‘বঙ্গবন্ধুকে হত্যার পর ষড়যন্ত্রকারীরা দেশের দিকে নজর দেয়নি। সাধারণ মানুষের কথা চিন্তা করেনি। তারা নিজেদের স্বার্থে কাজ করেছে। তখন শিক্ষাক্ষেত্রও অনেক পিছিয়ে পড়ে। ২১ বছর পর আমরা ক্ষমতায় এসে শিক্ষার উন্নয়নে কাজ করি। সেশন জোট কমাই। লেখাপড়ার মান উন্নয়নে কাজ করি। আমরা বাংলাদেশকে নিরক্ষরমুক্ত দেশ হিসেবে গড়ে তুলতে কাজ করি।’

তিনি বলেন, ‘আমরা ক্ষমতায় এসে সার্ভে করি, কোথায় স্কুল নেই। যেসব জায়গায় স্কুল ছিল না সেখানে স্কুল প্রতিষ্ঠা করি। শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়ার জন্য যোগাযোগ ব্যবস্থার উন্নতি করি। আমাদের বিজ্ঞান শিক্ষায় এক সময় অনীহা ছিল। এ কারণে আমরা ১২টি বিজ্ঞান শিক্ষার জন্য প্রতিষ্ঠান গড়ে তুলি। আমরা বহুমুখী শিক্ষাপ্রতিষ্ঠান করি। একটি কৃষি বিশ্ববিদ্যালয় ছিল। আমরা এসে এর সংখ্যা বাড়িয়েছি।’

মঙ্গলবার একনেকে যতগুলো প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে তার বেশিরভাগই শিক্ষার উন্নয়নে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘শিক্ষার উন্নয়নে লাখো-কোটি টাকার প্রকল্পের অনুমোদন আমরা দিয়েছি। অর্থনৈতিকভাবে বাংলাদেশ এখন যথেষ্ট সাবলম্বী। আমি মনে করি শিক্ষা ক্ষেত্রে ব্যয়টা হলো বিনিয়োগ। এ খাতে ব্যয় করলে ছেলেমেয়েরা উন্নত বিশ্বের সঙ্গে প্রতিযোগিতা করে এগিয়ে যাবে। তাদের উদ্ভাবনের শক্তি বিকাশে কাজ করে দিতে চাই।’

প্রধানমন্ত্রী শিক্ষকদের উদ্দেশে বলেন, ‘শিক্ষার্থীরা যাতে জঙ্গিবাদে না জড়ায় সেদিকে সর্তক থাকতে হবে। তারা যাতে ধর্মান্ধ না হয়ে যায়, সেদিকে দৃষ্টি দিতে হতে।’




রাইজিংবিডি/ঢাকা/২২ মার্চ ২০১৭/ইভা/সাইফুল  

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়