ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

প্রতিবন্ধী শিক্ষার্থীদের অগ্রাধিকারের সুপারিশ

হাসান মাহামুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৩, ১৩ ডিসেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
প্রতিবন্ধী শিক্ষার্থীদের অগ্রাধিকারের সুপারিশ

সচিবালয় প্রতিবেদক : সমাজকল্যাণ মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় প্রতিবন্ধী স্কুল থেকে পাস করা শিক্ষার্থীদের সমাজকল্যাণ মন্ত্রণালয়ে চাকরিতে অগ্রাধিকার প্রদানের সুপারিশ করা হয়েছে।

বুধবার সংসদ ভবনে কমিটির সভাপতি মো. মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সুপারিশ করা হয়।

কমিটির সদস্য ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ, পীর ফজলুর রহমান, মো. আব্দুল মতিন ও বেগম লুৎফা তাহের সভায় অংশগ্রহণ করেন।

সভায় সমাজসেবা অধিদপ্তরাধীন প্রতিষ্ঠানসমূহের নিবাসীদের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, জাতীয় প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কার্যক্রম সম্প্রসারণ নিয়ে আলোচনা করা হয়।

এ ছাড়া জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনে আউট সোর্সিং এবং সমাজসেবা মন্ত্রণালয়সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় প্রতিবেদন প্রস্তুতকরণের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। কমিটি বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জাতীয় বেতন স্কেল, ২০১৫ অনুযায়ী বেতনভাতা প্রদানের লক্ষ্যে সরকারের নীতিমালা জরুরি ভিত্তিতে চূড়ান্তকরণের সুপারিশ করেছে।




রাইজিংবিডি/ঢাকা/১৩ ডিসেম্বর ২০১৭/হাসান/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়