ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

প্রধানমন্ত্রী সার্বক্ষণিক খোঁজ রেখেছেন : কাদের

মাকসুদুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১০, ১৯ মার্চ ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
প্রধানমন্ত্রী সার্বক্ষণিক খোঁজ রেখেছেন : কাদের

নিজস্ব প্রতিবেদক : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নেপালে বিমান দুর্ঘটনার পরপরই প্রধানমন্ত্রী সিঙ্গাপুর সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরেছেন। এরপর থেকেই তিনি সার্বক্ষণিক ঘটনার খোঁজ-খবর রেখেছেন।

সোমবার বিকেলে আর্মি স্টেডিয়ামে নিহতদের জানাজা শেষে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরো বলেন, ‘দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে থাকবে সরকার। এ ঘটনায় গোটা জাতি মর্মাহত। হৃদয় ভেঙে গেছে। প্রধানমন্ত্রী ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারে সঙ্গে সাক্ষাৎ করবেন এবং যথোপযুক্ত সাহায্য করবেন। একই সঙ্গে কী কারণে এ দুর্ঘটনা ঘটেছে তাও খতিয়ে দেখা হবে।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘ডিএনএ পরীক্ষাসহ সব আনুষ্ঠানিকতা শেষে বাকিদের লাশ দেশে ফেরত আনা হবে। এজন্য আমাদের মেডিক্যাল টিমও সে দেশে গেছে। তারা আলামত সংগ্রহ করেছে।’

উল্লেখ্য, গত ১২ মার্চ নেপালের রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণকালে বিধ্বস্ত হয় ইউএস-বাংলার ফ্লাইট বিএস২১১। এতে নিহত হন ৪৯ জন। তাদের মধ্যে ২৬ জনই বাংলাদেশি।



রাইজিংবিডি/ঢাকা/১৮ মার্চ ২০১৮/মাকসুদ/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়