ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

প্রধানমন্ত্রীকে কটূক্তি : রিমান্ডে কুমারখালীর সেই শিক্ষক

কাঞ্চন কুমার || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩৯, ১৪ আগস্ট ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
প্রধানমন্ত্রীকে কটূক্তি : রিমান্ডে কুমারখালীর সেই শিক্ষক

কুষ্টিয়া প্রতিনিধিঃ কুষ্টিয়ায় ফেসবুকে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির অভিযোগে গ্রেপ্তারকৃত কুমারখালীর জেএন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকছেদ আলীর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

মঙ্গলবার কুষ্টিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাসুদ-উদ-জামান এ আদেশ দেন।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক জানান, কুমারখালীর জেএন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তার  ফেসবুক পেজে প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তিমূলক পোস্ট দেন। এ কারণে তাকে সোমবার রাতে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে আইসিটি আইনে মামলা হয়েছে। মঙ্গলবার তার সাত দিনের রিমান্ড চাইলে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।



রাইজিংবিডি/কুষ্টিয়া/১৪ আগস্ট ২০১৮/কাঞ্চন কুমার/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়