ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে ভারত যাচ্ছেন জবি ভিসি

আশরাফুল ইসলাম আকাশ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪৬, ২৩ মে ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে ভারত যাচ্ছেন জবি ভিসি

জবি প্রতিনিধি : শান্তি নিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে যোগ দিতে আগামী ২৫-২৬ মে ভারতে সরকারি সফর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এই সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে যাচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান।

এই সফরে সফরসঙ্গী হিসেবে আরো যাবেন বাগেরহাট-১ আসনের সাংসদ শেখ হেলাল উদ্দিন, ইমেরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান, ইমেরিটাস অধ্যাপক ড. রফিকুল ইসলাম, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন অর রশীদ, বাংলাদেশ জাতীয় জাদুঘর বোর্ড অব ট্রাস্টিজ হাশেম খান, অধ্যাপক ড. সৈয়দ মনজুরুল ইসলাম প্রমুখ।

এ সফরে বিশ্বভারতী শান্তি নিকেতনের ‘বাংলাদেশ ভবন’-এর উদ্বোধনী অনুষ্ঠান ছাড়াও আসানসোলে অবস্থিত কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের বিশেষ সমাবর্তনে প্রধানমন্ত্রীকে সম্মানসূচক ডক্টরেট অব লিটারেচার (ডিলিট) প্রদান করবে।

এদিকে সম্প্রতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে অধিকতর বৈজ্ঞানিক যোগাযোগ, যৌথ গবেষণা ও প্রকাশনা বিষয়ে আলোচনা সভায় অংশগ্রহণের জন্য ১২ থেকে ২২ মে রাশিয়া ভ্রমণ করেন। এ সময় তিনি রাশিয়ার মস্কো স্টেট ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল রিলেশনস্ (ইউনিভার্সিটি)-তে আলোচনা সভায় অংশ নেন।  

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৩ মে ২০১৮/আশরাফুল/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়