ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

প্রস্তুত মঞ্চ : আত্মসমর্পণ করছেন ২১৪ মাদক ব্যবসায়ী

কাঞ্চন কুমার || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:১৭, ৬ মে ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
প্রস্তুত মঞ্চ : আত্মসমর্পণ করছেন ২১৪ মাদক ব্যবসায়ী

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় তালিকাভুক্ত ২১৪ জন মাদক ব্যবসায়ী আত্মসমর্পণ করবেন আজ।

সোমবার বেলা ১১টার দিকে তারা আত্মসমর্পণ করবেন। এ জন্য জেলা পুলিশের পক্ষ থেকে কুষ্টিয়া স্টেডিয়ামে মাদকবিরোধী সমাবেশের সকল প্রস্ততি সম্পন্ন হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের উপস্থিতিতে মাদক ব্যবসায়ীরা আত্মসমর্পণ করবেন বলে জানান পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত।

তিনি বলেন, ‘চলমান মাদকবিরোধী অভিযানের পাশাপাশি মাদক ব্যবসায়ীদের ভালো হওয়ার সুযোগ দেওয়া হচ্ছে। আমরা সবাইকে সমাজের মূল স্রোতে নিয়ে আসতে চাই।’

আত্মসমর্পণকারী মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার করা হবে কি না জিজ্ঞেস করলে তিনি বলেন, ‘তাদের গ্রেপ্তার করা হবে না। তবে কারো কারো বিরুদ্ধে আগের মামলা থাকলে সেগুলো স্বাভাবিক নিয়মে চলবে। এই আয়োজন ঘিরে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা পুলিশ।’

তিনি আরো বলেন, ‘আত্মসমর্পণকারীদের পুনর্বাসনের জন্য অটোরিকশা, ভ্যান, সেলাই মেশিনসহ অন্যান্য সরঞ্জাম দেওয়া হবে। আর যেসব সেবনকারী আত্মসমর্পণ করবে তাদের পুনর্বাসন কেন্দ্রে পাঠানো হবে।’

মাদকবিরোধী এ সমাবেশে আরো উপস্থিত থাকবেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ, পুলিশের মহাপরিদর্শক মোহাম্মদ জাবেদ পাটোয়ারীসহ অনান্যরা।




রাইজিংবিডি/কুষ্টিয়া/৬ মে ২০১৯/কাঞ্চন কুমার/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়