ঢাকা     বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

প্রাথমিকের সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডে বেতন দাবি

মো. মনিরুল ইসলাম টিটো || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৫, ১৪ মার্চ ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
প্রাথমিকের সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডে বেতন দাবি

ফরিদপুর প্রতিনিধি ও কুড়িগ্রাম সংবাদদাতা : সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন জাতীয় বেতন স্কেলের ১১তম গ্রেডে উন্নীত করার দাবিতে মানববন্ধন হয়েছে।

বাংলাদেশ শিক্ষক সমিতি, ফরিদপুর সদর উপজেলা শাখার আয়োজনে বৃহস্পতিবার বিকেলে ফরিদপুর শহরের নিলটুলী এলাকায় ফরিদপুর প্রেসক্লাবের সামনের সড়কে আধা ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে কয়েক শত শিক্ষক অংশ নেন। 

এ সময় তারা শিক্ষার মানোন্নয়নে তাদের বেতন ১১তম গ্রেডে নির্ধারণ করার দাবি জানান। এখন প্রশিক্ষণপ্রাপ্ত সহকারী শিক্ষকরা ১৪তম গ্রেডে বেতন পেয়ে থাকেন।  

এদিকে, একই দাবিতে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে কুড়িগ্রাম-চিলমারী সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন করা হয়েছে। 

মানববন্ধনে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা সহকারী প্রাথমিক শিক্ষক কমিটির সভাপতি সাইফুল ইসলাম, সদর কমিটির সাধারণ সম্পাদক আরিফুর রহমান রুবেল, সিনিয়র শিক্ষক শাকিলা মারমিন বন্যা, জেবুন নাহার যুথি প্রমুখ।

কুড়িগ্রাম সদর উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষক সমিতি মানববন্ধনের আয়োজন করে।

এ সময় বক্তারা সহকারী শিক্ষকদের বেতন বৈষম্য দূরীকরণে প্রধান শিক্ষকদের পরের ধাপ ১১তম গ্রেডে বেতন স্কেল নির্ধারণের দাবি জানান। মানববন্ধনে কুড়িগ্রাম সদর উপজেলার বিভিন্ন স্কুলের শিক্ষকরা অংশ নেন।

সম্প্রতি উচ্চ আদালত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন ১০তম গ্রেডে দেওয়ার আদেশ দিয়েছেন। 



রাইজিংবিডি/ঢাকা/১৪ মার্চ ২০১৯/টিটো/বাদশাহ/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়