ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

প্রার্থিতা প্রত্যাহা‌রে জামায়াত‌কে জো‌টের অনু‌রোধ

এসকে রেজা পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৮, ১৪ জুলাই ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
প্রার্থিতা প্রত্যাহা‌রে জামায়াত‌কে জো‌টের অনু‌রোধ

জ্যেষ্ঠ প্রতিবেদক : সিলেট সিটি করপোরেশন নির্বাচনে জামায়াতে ইসলামী সমর্থিত প্রার্থীর প্রার্থিতা প্রত্যাহার করতে দলটিকে অনু‌রোধ জানিয়েছেন বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শীর্ষ নেতারা।

শনিবার ‌বি‌কে‌লে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জোটের শীর্ষ নেতাদের বৈঠকে এ অনুরোধ জানানো হয়।

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি ও জামাতের পৃথক প্রার্থী থাকায় এই বিষয়টি সমাধানের জন্য বৈঠকে বসেন জোটের নেতারা।

বৈঠকে জামায়াতে ইসলামের প্রতিনিধিকে তাদের প্রার্থিতা প্রত্যাহারের জন্য আহ্বান জানান জোট নেতারা। বৈঠক শেষে সাংবাদিকদের আলোচনার বিষয়বস্তু সম্পর্কে ব্রিফ করেন জোটের সমন্বয়ক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এ সময় তার পাশে বিএন‌পির মহাস‌চিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জোট নেতারা ছিলেন।

নজরুল ইসলাম খান বলেন, সিলেটে জামায়াতের প্রার্থী এখনো আছে। আজকের বৈঠকে সব শরিক অনুরোধ করেছেন তাদের প্রার্থিতা প্রত্যাহার করতে।

তিনি বলেন, নিশ্চয় রাজনৈতিক দল হিসেবে জামায়াতের সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে। বৈঠকে তাদের প্রতিনিধি ছিলেন। তিনি দলের হাইকমান্ডকে আমাদের অনুরোধের বিষয়টি অবহিত করবেন। আশা করি, ২০ দলীয় জোটের ঐক্যের বিষয়টি তাদের কাছে গুরুত্ব পাবে।

সংবাদ স‌ম্মেল‌নে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, '২০ দলের মধ্যে কোনো বিভেদ নেই। সব নির্বাচনে যেকোনো রাজনৈতিক দল অংশগ্রহণ করবে, সেই স্বাধীনতা আছে। জামায়াতকে আমরা অনুরোধ করেছি। সিলেটের ব্যাপারে তারা ২০ দলীয় জোটের অনুরোধ রাখবেন।'

সংবাদ সম্মেলন শেষে জামায়াতের কর্মপরিষদের সদস্য মোবারক হোসাইন বলেন, '২০ দলীয় শরিকরা জামায়াতকে প্রার্থী প্রত্যাহারের অনুরোধ করেছেন। আমি দলের নীতিনির্ধারকদের কাছে এই বার্তা পৌঁছে দেব।'

নজরুল ইসলাম খান জানান, জোটের বৈঠকে জাতীয় পার্টির মহাসচিব মোস্তফা জামাল হায়দারের স্ত্রী অধ্যাপিকা রওসন আরা বেগমের মৃত্যুতে শোক প্রকাশ করা হয়েছে। ১২ জুলাই এলডিপির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদের গাড়ি বহরে হামলার নিন্দা জানানো হয়।

বিএনপি মহাসচিবের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন জোটের সমন্বয়ক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, জামায়াতের কর্মপরিষদ সদস্য মোবারক হোসাইন ভূইয়া, বিজেপির আন্দালিব রহমান পার্থ, এলডিপি মহাসচিব ড. রেদোয়ান আহমদ, জাতীয় পার্টির (কাজী জাফর) আহসান হাবীব লিঙ্কন, লেবার পার্টির একাংশের সভাপতি মোস্তা‌ফিজুর রহমান ইরান, খেলাফত মজলিশের যুগ্ম মহাসচিব গোলাম আজগর, জমিয়তে উলামায়ে ইসলামের মহিউদ্দিন ইকরাম প্রমুখ।



রাই‌জিং‌বি‌ডি/ঢাকা/১৪ জুলাই ২০১৮/‌রেজা/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়