ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

প্রার্থিতা ফিরে পেলেন হাবিবুর

মহাসিন আলী || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৫, ১৪ ডিসেম্বর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
প্রার্থিতা ফিরে পেলেন হাবিবুর

মেহেরপুর প্রতিনিধি : উচ্চ আদালতের রায়ে মেহেরপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ফিরে পেলেন হাবিবুর রহমান।

 

আজ বুধবার বিকেলে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক পরিমল সিংহের কাছে এ সংক্রান্ত চিঠি পৌঁছায়। এ সময় তাকে প্রতীক বরাদ্দ দেন সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. রোকনুজ্জামান। ‘মোটর সাইকেল’ প্রতীকে তিনি নির্বাচনে অংশ নিচ্ছেন।

 

হাবিবুর রহমানের বাড়ি মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর গ্রামে। তিনি পেশায় ব্যবসায়ী।

 

গত ১ ডিসেম্বর চেয়ারম্যান পদে হাবিবুর রহমান মনোনয়নপত্র জমা দেন। ৪ ডিসেম্বর বাছাইয়ে তার প্রার্থিতা বাতিল করেন জেলা রিটার্নিং কর্মকর্তা। পরে তিনি আপিল এবং উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করেন।

 

মেহেরপুর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা পরিমল সিংহ বলেন, উচ্চ আদালতের নির্দেশনায় বলা হয়েছে- হাবিবুর রহমানকে নির্বাচনের জন্য প্রতীক বরাদ্দ দেওয়া হোক। সেইজন্য তাকে র্নিবাচনে প্রতিদ্বন্দ্বিতা করার প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

 

প্রার্থিতা ফিরে পেয়ে হাবিবুর রহমান বলেন, ‘অন্য প্রার্থীরা মাঠে নেমে পড়েছেন। একটু জটিলতা হয়েছিল। সেটা কাটিয়ে ভোটের জন্য মাঠে নামলাম। আশা করছি জয়ী হব।’ তাকে নিয়ে মেহেরপুরে চেয়ারম্যান পদে পাঁচজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

 

 

রাইজিংবিডি/মেহেরপুর/১৪ ডিসেম্বর ২০১৬/মহাসিন আলী/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়