ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

প্রীতিলতার স্মৃতিতে শ্রদ্ধা জানালেন প্রণব মুখার্জী

রেজাউল করিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৯, ১৭ জানুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
প্রীতিলতার স্মৃতিতে শ্রদ্ধা জানালেন প্রণব মুখার্জী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রামের পাহাড়তলীতে অবস্থিত বিপ্লবী প্রীতিলতা ওয়াদ্দেদারের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানালেন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জী।

বুধবার দুপুরে ব্রিটিশ সৈন্যদের হাতে ধরা পড়ার আগে আত্মাহুতি দেওয়া বিপ্লবীর স্মৃতিস্তম্ভের পাশে দাঁড়িয়ে কিছু সময় অবস্থান করেন ভারতের সাবেক রাষ্ট্রপতি। পরে তিনি পাহাড়তলীতে ব্রিটিশদের তৈরি তৎকালীন ইউরোপিয়ান ক্লাব পরিদর্শন করেন। এছাড়া তিনি নগরীর দামপাড়া পুলিশ লাইনে ব্রিটিশ পুলিশের অস্ত্রাগার হিসেবে ব্যবহৃত দুটি স্থাপনা পরিদর্শন করেন। এই অস্ত্রাগারটি বিপ্লবী সূর্যসেনের নেতৃত্বে স্বাধীনতাকামী বিপ্লবীরা লুট করেছিলেন। এর পর ভারতের রাষ্ট্রপতি চট্টগ্রাম ত্যাগ করেন।

পাহাড়তলীতে প্রীতিলতার স্মৃতি ও ইউরোপিয়ান ক্লাব পরিদর্শন করতে গেলে প্রণব মুখার্জীকে স্বাগত জানান চট্টগ্রামের রাউজান এলাকার সংসদ সদস্য ও রেলপথ মন্ত্রণালয়সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক জিল্লুর রহমান চৌধুরী এবং সরকারি প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পরিদর্শন শেষে প্রণব মুখার্জী বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে রওনা করেন।



রাইজিংবিডি/চট্টগ্রাম/১৭ জানুয়ারি ২০১৮/রেজাউল করিম/মুশফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়