ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

প্রেমের ফাঁদে ফেলে আটকে রেখে মুক্তিপণ দাবি, গ্রেপ্তার ৪

মো. মনিরুল ইসলাম টিটো || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৭, ১০ এপ্রিল ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
প্রেমের ফাঁদে ফেলে আটকে রেখে মুক্তিপণ দাবি, গ্রেপ্তার ৪

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর শহরের আলীপুর এলাকার রওশন খাঁ সড়কের পরিত্যক্ত চারতলা ভবনের চতুর্থ তলায় আটকে রাখা এক যুবককে উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা। এ সময় ওই যুবককে আটকে রাখার অভিযোগে দুই নারীসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার দুপুরে সাংবাদিকদের এ তথ্য জানায় ফরিদপুর ডিবি পুলিশ। ওই যুবককে ফেসবুকে প্রেমের ফাঁদে ফেলে দেখা করার নামে ওই স্থানে এনে আটকে রেখে পরিবারের কাছে মুক্তিপণ দাবি করা হয়। 

ফরিদপুর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) বিপুল চন্দ্র দে জানান, জেলার সালথা উপজেলা থেকে মঙ্গলবার দুপুরে রাকিবুল ইসলাম (২৫) শহরে আসেন ফেসবুকে পরিচিত মেয়ের সঙ্গে দেখা করার জন্য। তিনি শহরে এসে ওই মেয়েকে ফোন দিলে মেয়েটি তার পরিচিত অন্তর ও হাসানকে পাঠায় তাকে নিয়ে যেতে। এরপর তারা রাকিবুলকে নিয়ে রওশন খাঁ সড়কের চারতলা পরিত্যক্ত ভবনে আটকে রাখে। আটক অবস্থায় রাকিবুলের মোবাইল থেকে আত্মীয়-স্বজনের কাছে ফোন দিয়ে মুক্তিপণ দাবি করেন তারা। 

ওসি জানান, ঘটনা জানতে পেরে মঙ্গলবার রাত ৯টার দিকে ডিবি পুলিশের দল ওই ভবনে অভিযান চালিয়ে দুই নারীসহ চারজনকে গ্রেপ্তার করে।

এ ঘটনায় চারজনকে আসামি করে কোতয়ালি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

 

 

 

রাইজিংবিডি/ফরিদপুর/১০ এপ্রিল ২০১৯/মো. মনিরুল ইসলাম টিটো/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়