ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

প্রেস থেকেই প্রশ্নপত্র ফাঁস : সিআইডি

মাকসুদুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫৭, ১৪ ডিসেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
প্রেস থেকেই প্রশ্নপত্র ফাঁস : সিআইডি

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র প্রেস থেকেই ফাঁস হয়। এর সঙ্গে এক প্রেস কর্মচারী জড়িত বলে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কর্মকর্তারা জানিয়েছেন।

বৃহস্পতিবার রাজধানীর মালিবাগে সিআইডির কার্যালয়ে বিশেষ পুলিশ সুপার মোল্যা নজরুল ইসলাম জানান, প্রশ্নপত্র ছাপা হতো ফার্মগেটের ইন্দিরা রোডের প্রেসে। বৃহস্পতিবার সকালে প্রেস কর্মচারী বাহাদুরকে গ্রেপ্তার করা হয়। তার মাধ্যমেই প্রেস থেকে পরীক্ষার আগে প্রশ্নপত্র ফাঁস হয়েছিল।

সিআইডি জানায়, বুধবার জামালপুর থেকে সাইফুল ইসলাম নামের একজনকে গ্রেপ্তার করা হয়। প্রেস কর্মচারী বাহাদুরের সঙ্গে সাইফুল ইসলামের পরিচয় আছে। তাদের সঙ্গে রকিবুল হাসান নামে আরেকজনও রয়েছে। তিনজন প্রশ্নপত্র বিভিন্ন জায়গায় নিয়ে যায়।

উল্লেখ্য, ৭ ডিসেম্বর রাজধানীর জিগাতলা থেকে ডিভাইস সাপ্লাই ও প্রশ্ন ফাঁস করা গ্রুপের অন্যতম নাজমুল হাসান নাঈমকে (১৯) গ্রেপ্তার করা হয়। এরপর এ ঘটনার সঙ্গে আরো কয়েকজনকে গ্রেপ্তার করে সিআইডি।



রাইজিংবিডি/ঢাকা/১৪ ডিসেম্বর ২০১৭/মাকসুদ/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়