ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

ফরিদপুরে আগুনে ৩০ দোকান ভস্মীভূত, নাশকতার অভিযোগ

মো. মনিরুল ইসলাম টিটো || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৩০, ২৮ সেপ্টেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ফরিদপুরে আগুনে ৩০ দোকান ভস্মীভূত, নাশকতার অভিযোগ

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের অন্যতম ব্যবসাকেন্দ্র সদরপুর উপজেলার কৃষ্ণপুর বাজারে ভয়াবহ আগুনে অন্তত ৩০টি দোকান ভস্মীভূত হয়েছে। এতে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি। এদিকে, আগুনে ক্ষতিগ্রস্তরা এ ঘটনাকে নাশকতা দাবি করছেন।

জানা গেছে, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে বাজারে আগুন দেখতে পেয়ে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ফায়ার সার্ভিস কর্মীরা উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে কাপড়, মুদি, পাইকারি আড়তসহ ৩০টি দোকান পুড়ে যায়।

আগুনে কৃষ্ণপুর ইউপি চেয়ারম্যান মো. বিল্লাল হোসেন ফকির ও তার চার ভাইয়ের মালিকানাধীন ২৫টি দোকান ঘর ছাড়াও আরো পাঁচটি দোকান পুড়ে গেছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।

দোকান মালিক মিঠু ফকিরসহ ক্ষতিগ্রস্তরা দাবি করেন, পূর্ব শক্রতার জের ধরে প্রতিপক্ষের লোকজন নাশকরা সৃষ্টিতে উদ্দেশ্যমূলকভাবে আগুন দিয়েছে।

কৃষ্ণপুর ইউনিয়নের চেয়ারম্যান বেলায়েত ফকির জানান, স্থানীয় একটি পক্ষ দীর্ঘ দিন ধরে বাজার দখলে নেওয়ার অপচেষ্টা চালাচ্ছিল। বিভিন্ন সময়ে তারা বাজারের একাধিক ব্যবসায়ীর ওপর হামলা ও তাদের সাথে থাকা অর্থ ছিনিয়ে নেয়, যা নিয়ে থানায় মামলাও রয়েছে।
 


তিনি দাবি করেন, ওই পক্ষই এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে। এ ঘটনায় তিনি মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।

বাজারে আগুন নেভানোর কাজে অংশ নেওয়া ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. সাইফুজ্জামান জানান, খবর পেয়ে ফরিদপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট নিয়ে ঘটনাস্থলে গিয়ে আগুনের ভয়াবহতা দেখে ভাঙ্গা ফায়ার সার্ভিসের আরো একটি ইউনিট খবর দিয়ে এনে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

তিনি জানান, প্রাথমিকভাবে আগুনের সূত্রপাতের কারণ নিশ্চিত হওয়া যায়নি, তদন্তের পর বলা যাবে।

সদরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ লুৎফর রহমান জানান, রাতেই খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়তা করে।

তিনি জানান, আগুনের ঘটনায় কোনো অভিযোগ পাইনি। পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।




রাইজিংবিডি/ফরিদপুর/২৮ সেপ্টেম্বর ২০১৮/মো. মনিরুল ইসলাম টিটো/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়