ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ফরিদপুরে চিকুনগুনিয়া জ্বর সচেতনতা সৃষ্টি

মো. মনিরুল ইসলাম টিটো || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০৮, ১৬ জুলাই ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ফরিদপুরে চিকুনগুনিয়া জ্বর সচেতনতা সৃষ্টি

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সালথা উপজেলায় চিকুনগুনিয়া জ্বর সম্পর্কে সচেতনতা সৃষ্টি করতে পাঁচশত দরিদ্র পরিবারের মধ্যে মশারি বিতরণ করা হয়েছে।

রোববার সালথা উপজেলার বল্লভদি ইউনিয়নের সোনাতন্দীসহ বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে মানুষকে সচেতনতামূলক পরামর্শ দেন জেলা আওয়ামী লীগের সাবেক উপদেষ্টামণ্ডলীর সদস্য মেজর (অব.) আতমা হালিম। এ সময় তিনি গ্রামের হতদরিদ্র পাঁচশত পরিবারের সদস্যদের হাতে মশারি তুলে দেন।

মশারি বিতরণকালে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান লুলু, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি হাজী সফিকুর রহমান মিলন, উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক হাবিবুর রহমান, যুবলীগ নেতা রাসেল খাঁন, আওয়ামী লীগ নেতা ইদান কাজী, মুক্তার মাতুব্বর, জাতু কাজী উপস্থিত ছিলেন।




রাইজিংবিডি/ফরিদপুর/১৬ জুলাই ২০১৭/মো. মনিরুল ইসলাম টিটো/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়