ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ফরিদপুরে তিন উপজেলার ১০ ইউনিয়ন প্লাবিত

মো. মনিরুল ইসলাম টিটো || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০০, ১৭ আগস্ট ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ফরিদপুরে তিন উপজেলার ১০ ইউনিয়ন প্লাবিত

ফরিদপুর প্রতিনিধি : গোয়ালন্দ পয়েন্টে পদ্মার পানি বৃহস্পতিবার ২৪ ঘণ্টায় ১৬ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ৯২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এতে ফরিদপুর সদর, চরভদ্রাসন ও সদরপুর উপজেলার ১০ ইউনিয়নে পানি প্রবেশ করেছে।

জেলার অর্ধলক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। ডুবে গেছে আফজাল মন্ডলের হাট, চাটাম বাজার ও কাচারির ট্যাকসহ বিভিন্ন এলাকার অন্তত ১০টি পাকা সড়ক। বিভিন্ন এলাকায় পানিবন্দি হয়ে মানুষ মানবেতর জীবনযাপন করছেন।



সদরের বেড়িবাঁধ এলাকার বাসিন্দা নাজমা বেগম বলেন, দুই দিন ধরে ঘরের মধ্যে পানি প্রবেশ করেছে। রান্নাঘর পানিতে ভাসছে। তাই রান্না বান্নার কোনো উপায় নেই।

সবুর মোল্লা নামে আরেকজন বলেন, পানি আসায় মালপত্র ও ঘর রক্ষা করতে ব্যস্ত থাকতে হচ্ছে।এতে কাজে যেতে পারিনি। আমি তো দিনে আনা দিনে খাওয়া মানুষ। তাই ঘরে রান্না হচ্ছে না।

কেউ কেউ আবার পানিতে ভেসে থাকা চৌকির ওপর রান্না বান্নার কাজ সারছেন। তারাও শংকা প্রকাশ করছেন, যে গতিতে পানি বাড়ছে তা অব্যাহত থাকলে দুএকদিনের মধ্যে সব ভেসে যাবে।

চরভদ্রাসনে শতাধিক পরিবার বন্যা নিয়ন্ত্রণ বাঁধে আশ্রয় নিয়েছেন। সেখানে তারা মানবেতর জীবনযাপন করছেন। বন্যার কারণে খাদ্য সংকটে রয়েছেন তারা।



এদিকে বন্যাকবলিত বিভিন্ন এলাকার মানুষ ত্রাণ না পাওয়ার অভিযোগ করেছেন।

তবে ফরিপুরের জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া জানান, বৃহস্পতিবার সদর ও চরভদ্রাসনের বন্যা কবলিতদের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে বন্যা কবলিত সবার মধ্যে ত্রাণ বিতরণ করা হবে।



রাইজিংবিডি/ফরিদপুর/১৭ আগস্ট ২০১৭/মো. মনিরুল ইসলাম টিটো/রুহুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়