ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ফরিদপুরে ভূয়া প্রশ্নপত্র চক্রের সদস্য আটক

মো. মনিরুল ইসলাম টিটো || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৫, ৫ এপ্রিল ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ফরিদপুরে ভূয়া প্রশ্নপত্র চক্রের সদস্য আটক

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর র‌্যাব-৮ এর বিশেষ অভিযানে এইচএসসি পরীক্ষার ভূয়া প্রশ্নপত্র ফাঁস চক্রের এক সদস্যকে আটক করা হয়েছে। শুক্রবার সকালে রাজবাড়ীর গোয়ালন্দ থানার রমজান মাতুব্বর পাড়া থেকে ওই যুবককে আটক করা হয়।

আটক ব্যক্তির নাম মো. জুয়েল হোসেন। সে রাজবাড়ী সদরের গোপীনাথদিয়া এলাকার আবু বক্কর সিদ্দিকীর ছেলে।

শুক্রবার বিকেলে ফরিদপুর র‌্যাব-৮ এর ক্যাম্পে সংবাদ সম্মেলনে কোম্পানি অধিনায়ক মেজর শেখ নাজমুল আরেফিন পরাগ জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি বিশেষ দল বিষয়টি তদন্ত করে সত্যতা নিশ্চিত হয়ে রাজবাড়ীর গোয়ালন্দ থানা এলাকায় রমজান মাতুব্বর পাড়ায় অভিযান পরিচালনা করে। এসময় জুয়েল হোসেন (২৫) নামের এক যুবককে চলমান এইচএসসি পরীক্ষার নমুনা ভূয়া প্রশ্নপত্রসহ আটক করা হয়।

আটক জুয়েলের বিরুদ্ধে ইতিপূর্বেও প্রশ্ন ফাঁসের মামলা রয়েছে। সে এসএসসি ও এইচএসসি পরীক্ষা এলে বিভিন্ন লোকের কাছ থেকে টাকা নিয়ে ভূয়া প্রশ্ন সরবরাহ করে। তার বিরুদ্ধে রাজবাড়ী গোয়ালন্দ থানায় মামলার প্রক্রিয়া চলছে।



রাইজিংবিডি/ঢাকা/৫ এপ্রিল ২০১৯/মনিরুল ইসলাম টিটো/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়