ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

ফরিদপুরে মুক্তিযুদ্ধে প্রথম শহীদের শ্রদ্ধা

মো. মনিরুল ইসলাম টিটো || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৩, ২১ এপ্রিল ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ফরিদপুরে মুক্তিযুদ্ধে প্রথম শহীদের শ্রদ্ধা

ফরিদপুর প্রতিনিধি : মহান মুক্তিযুদ্ধে ফরিদপুরে প্রথম শহীদ আট ব্রহ্মচারীকে স্মরণ করলো বিভিন্ন সংগঠন। ১৯৭১ সালের ২১ এপ্রিল ফরিদপুর শহরের গোয়ালচামাট প্রভু জগদ্বন্ধু সুন্দরের শ্রী অঙ্গনে ঈশ্বর নামে মগ্ন আট ব্রহ্মচারীকে পাকসেনারা গুলি করে হত্যা করে।

সেই নৃশংস হত্যাকা-ের প্রতি ঘৃণা জানিয়ে আত্মত্যাগি আট শহীদ ব্রহ্মচারীকে স্মরণ করে বিভিন্ন কর্মসূচি পালন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন, শিবাজী নিকেতন, সমাজতান্ত্রিক দল জাসদ, সাংস্কৃতিক সংগঠন আজকের প্রজন্ম শিল্প সাহিত্য ও সাংস্কৃতিক চর্চা কেন্দ্র এবং হরিপদ শিশু নাট্য দল।

সকাল ১০টায় প্রভু জগদ্বন্ধু সুন্দরের মন্দির সংলগ্ন চালতা তলায় শহীদ আট ব্রহ্মচারীর সমাধী বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে মঙ্গল প্রদীপ প্রজ্জালন করে এক মিনিট নিরবতা পালন করা হয়। স্বাধীনতা যুদ্ধে আত্মত্যাগি শহীদ সাধকদের শ্রদ্ধা পর্বে মঙ্গল প্রদীপ প্রজ্জালন উদ্বোধন করেন শিশু ঠাকুর শিবাজী পোদ্দার। শিবাজী নিকেতনে আয়োজিত স্মরণ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সহ-সভাপতি নন্দিতা পোদ্দার। বক্তব্য রাখেন ফরিদপুর শহর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এ.টি.এম জামিল তুহিন, সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, আজকের প্রজন্মের সভাপতি বিজয় পোদ্দার, কর্ণেল তাহের মঞ্চের ফরিদপুরের আহ্বায়ক কমরেড আশরাফুদ্দিন তারা, কবি পংকজ ভট্টাচার্জ, জাসদ নেতা মোঃ হাফিজুর রহমান, ইয়াহিয়া মিলন, হরিপদ নাট্যদলের কর্মী বেবী সাহা, স্বেচ্ছাসেবক লীগ নেতা মিলন সরকার।

বক্তরা ফরিদপুরে মুক্তিযুদ্ধে প্রথম শহীদদের এই মৃত্যু দিবসটিকে রাষ্ট্রীয় স্বীকৃতি ও মর্যাদা দেওয়ার দাবি জানান।


রাইজিংবিডি/ঢাকা/২১ এপ্রিল ২০১৯/মনিরুল ইসলাম টিটো/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়