ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ফাইনালের পথে বাংলাদেশের ভুটান পরীক্ষা

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০০, ১৫ আগস্ট ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ফাইনালের পথে বাংলাদেশের ভুটান পরীক্ষা

ক্রীড়া প্রতিবেদক : প্রথমে পাকিস্তান অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল দলকে ১৪-০ গোলে হারায় বাংলাদেশের কিশোরীরা। এরপর নেপালের কিশোরীদের ৩-০ গোলে হারায়। এই দুই জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সাফ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় আসরের সেমিফাইনালে উঠে যায় বর্তমান চ্যাম্পিয়নরা। টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে যাওয়ার হাতছানি বাংলাদেশের সামনে। কিন্তু সেটা করে দেখাতে যে তাদের দিতে হবে ভুটান পরীক্ষা। সেমিফাইনালে বৃহস্পতিবার বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক ভুটান। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় শুরু হবে ম্যাচটি।

এই ম্যাচকে সামনে রেখে আজও অনুশীলন করেছে বাংলাদেশের মেয়েরা। সকালে তারা জিমে ঘাম ঝরায়। এরপর থিম্পুর চাংলিমিথান স্টেডিয়ামে অনুশীলন করে। যেহেতু সেমিফাইনাল তাই ম্যাচটি টাইব্রেকারেও গড়াতে পারে। তাই গোলাম রাব্বানী ছোটন মেয়েদের শ্যুটআউটেরও অনুশীলন করিয়েছেন। এই ভুটানকে প্রথম আসরে বাংলাদেশ হারিয়েছিল ৩-০ ব্যবধানে। এবার অবশ্য ঘরের মাঠে খেলছে ভুটান। কিছুটা সুবিধা তারা পাবে। তাই তাদের নিয়ে একটু সতর্কই বাংলাদেশ।



সেমিফাইনালকে সামনে রেখে প্রধান কোচ গোলাম রাব্বানী ছোটন বলেন, ‘আমরা আবার সেমিফাইনালে খেলতে যাচ্ছি। নিজেদের সেরাটা দিয়ে খেলে ফাইনাল নিশ্চিত করতে চাই। জয় ভিন্ন অন্য কিছু ভাবছি না আমরা। আমাদের লক্ষ্য ফাইনালে পৌঁছানো, তারপর শিরোপা জেতা। আমাদের দলের জন্য সবাই দোয়া করবেন।’

রক্ষণভাগের খেলোয়াড় নাজমা বলেন, ‘আমাদের লক্ষ্য হচ্ছে সেমিফাইনালে ভুটানকে হারিয়ে ফাইনালে ওঠা। ম্যাচ শুরু থেকেই আমরা ভুটানের উপর চাপ দিয়ে খেলব। শুরুতেই গোল আদায় করে নেওয়ার চেষ্টা করব। আগের দুই ম্যাচের চেয়ে এই ম্যাচে আমাদের প্রচেষ্টা আরো বেশি থাকবে। কারণ, ভুটান একদিকে স্বাগতিক দল, অন্যদিকে ভালো দল।’



গত আসরে ভুটানের বিপক্ষে বাংলাদেশের ৩-০ ব্যবধানের জয়ে জোড়া গোল করেছিলেন বাংলাদেশ দলের সহ-অধিনায়ক আঁখি খাতুন। এবারও সুযোগ পেলে তিনি তেমন কিছুই করতে চান। এই ম্যাচ জিতে ফাইনাল নিশ্চিত করে শিরোপা জিততে চান। আঁখি বলেন, ‘সেমিফাইনালে আমরা স্বাগতিক ভুটানের বিপক্ষে আরো সিরিয়াসলি খেলব। আমার প্রথম লক্ষ্য হচ্ছে দলকে জমাট রক্ষণ উপহার দেওয়া। তারপর ভুটানের উপর চাপ দিয়ে খেলা। ম্যাচটি জেতার জন্য যত দ্রুত সম্ভব গোল আদায় করে নেওয়া। গেল বছর ভুটানের বিপক্ষে আমি জোড়া গোল করেছিলাম। যদি সম্ভব হয় এই ম্যাচেও তেমন কিছু করার চেষ্টা করব। স্বাগতিক ভুটানের বিপক্ষে সেমিফাইনালে জিতে ফাইনাল খেলে শিরোপা জেতাটাই আমাদের লক্ষ্য।’

এবারের সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠেছে ভারত, নেপাল, বাংলাদেশ ও ভুটান। বিদায় নিয়েছে পাকিস্তান ও শ্রীলঙ্কা। প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত-নেপাল। আর দ্বিতীয় সেমিফাইনাল বাংলাদেশ ও ভুটানের মধ্যে। শেষ পর্যন্ত হয়তো আরো একটি বাংলাদেশ-ভারত ফাইনাল হতে যাচ্ছে। গেল বছর সাফ অনূর্ধ্ব-১৫ এর প্রথম আসরে ফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত ও বাংলাদেশ। ১-০ গোলে ভারতকে হারিয়ে শিরোপা জিতেছিল বাংলাদেশ।



সাফ অনূর্ধ্ব-১৫ এর দ্বিতীয় আসরে বাংলাদেশ দলের টিম স্পন্সর হিসেবে আছে ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপ। এর আগে ওয়ালটন ভারতে অনুষ্ঠিত সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের পৃষ্ঠপোষকতায় ছিল। পাশাপাশি বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ জাতীয় নারী ফুটবল দলের জাপান, থাইল্যান্ড, সিঙ্গাপুর, চীন ও হংকং সফরেও তাদের পৃষ্ঠপোষকতায় ছিল।



রাইজিংবিডি/ঢাকা/১৫ আগস্ট ২০১৮/আমিনুল/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়