ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ফিরে এসো, জীবিকার ব্যবস্থা করবে সরকার

তানজিনা আফরিন ইভা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:৫৩, ২৬ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ফিরে এসো, জীবিকার ব্যবস্থা করবে সরকার

ডেস্ক রিপোর্ট : যারা বিপথে গেছে তাদের ফিরে আসার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যারা বিপথে গেছে তারা স্বাভাবিক জীবনে ফিরে এলে জীবন-জীবিকার জন্য যা দরকার সরকার সে ব্যবস্থা করবে।

তিনি বলেন, ‘ইসলাম শান্তির ধর্ম। ইসলাম বলেছে, আত্মঘাতী হওয়া মহাপাপ, গোনাহর কাজ। আজ যারা বিপথে যাচ্ছে তারা যেন সৎ পথে ফিরে আসে। জঙ্গিবাদ, সন্ত্রাস, আত্মহননের পথ যেন বেছে না নেয়।, জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদকের বিরুদ্ধে যা যা করা দরকার আমরা করব।’

রোববার সকালে স্বাধীনতা দিবস উপলক্ষে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শিশু-কিশোর সমাবেশে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘লাখো শহীদের বিনিময়ে আমার এই স্বাধীনতা পেয়েছি। একে আরো সমুন্নত করতে হবে।’

শিশু-কিশোরদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘তোমরা বাবা-মায়ের কথা শুনবে, অভিভাবক-শিক্ষকের কথা শুনবে। মন দিয়ে লেখাপড়া করবে, মানুষের মতো মানুষ হবে। সৎ পথে চলবে। সন্ত্রাস-জঙ্গিবাদ ও মাদকে জড়াবে না। ’

শেখ হাসিনা বলেন, ‘আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ। এরাই একদিন দেশের মন্ত্রী, প্রধানমন্ত্রী হবে। এসব শিশুরা আগামী দিনে নেতৃত্ব দেবে। নিজেদের সেভাবে গড়ে তুলতে হবে।’





রাইজিংবিডি/ঢাকা/২৬ মার্চ ২০১৭/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়