ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

ফিলিপাইনে ভূমিধসে ১২ জনের মৃত্যু

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৯, ২০ সেপ্টেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ফিলিপাইনে ভূমিধসে ১২ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : প্রবল বৃষ্টিপাতের কারণে সৃষ্ট ভূমিধসে ফিলিপাইনে কমপক্ষে ১২ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ফিলিপাইনের মধ্যাঞ্চলে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

চেবু দ্বীপের নাগা সিটির এক প্রান্তে চুনাপাথরের খাদ এলাকার কাছে কয়েকটি গুচ্ছ বাড়ি রয়েছে। প্রবল বৃষ্টিপাতের কারণে ওই এলাকায় নুড়ি পাথর ও মাটি ধসে পড়ে। ১২ জনকে সেখান থেকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে এখন পর্যন্ত প্রায় ৫০ জন নিখোঁজ রয়েছে।

শহরের গভর্নমেন্টের মুখপাত্র গ্যারি কাবোতাজি বলেছেন, ‘উদ্ধারকারীদের অভিযানে বেশ সতর্কতার সঙ্গে কাজ করতে হচ্ছে।তাদের অধিকাংশকে নিড়ানি ও বেলচা ব্যবহার করতে হচ্ছে। কারণ সেখানে ভারী যন্ত্রপাতি ব্যবহার করা বিপজ্জনক।’

প্রাদেশিক গভর্নর জানিয়েছেন, বৃষ্টি ও ভূমিক্ষয়ের কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে। উদ্ধারকাজে, সেনাবাহিনী, নৌবাহিনী, অগ্নিনির্বাপন বাহিনী ও পুলিশ সদস্যরা যোগ দিয়েছে।

রোববার টাইফুন ম্যাংখুতের আঘাতে শতাধিক ভূমিধসের ঘটনা ঘটেছে। এদের অধিকাংশই ঘটেছে প্রধান দ্বীপ লুজনের করডিলেরা পার্বত্য অঞ্চলে। টাইফুনের আঘাতে দেশব্যাপী ৮৮ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।




রাইজিংবিডি/ঢাকা/২০ সেপ্টেম্বর ২০১৮/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়