ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ফুটবল খেলতে গিয়ে ইনজুরিতে বেয়ারস্টো

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:৫৫, ২০ অক্টোবর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ফুটবল খেলতে গিয়ে ইনজুরিতে বেয়ারস্টো

ক্রীড়া ডেস্ক: পাল্লেকেলেতে চতুর্থ ওয়ানডেতে আজ শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে ইংল্যান্ড। এর আগে অনুশীলন করতে গিয়ে চোট পাওয়ায় এই ম্যাচে খেলতে পারছেন না ইংল্যান্ড ওপেনার জনি বেয়ারস্টো। অনুশীলনে ফুটবল খেলার সময় অ্যাঙ্কেলের চোটে পড়েছেন তিনি।

স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডেতে ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছে ইংল্যান্ড। আজ চতুর্থ ওয়ানডেতে মাঠে নামার আগে জনি বেয়ারস্টোকে নিয়ে দুঃসংবাদ পেল দলটি। ইনজুরির কারণে তার এই ম্যাচে খেলতে না পারায় বিকল্প হিসেবে ডাকা হয়েছে ইয়ার্কশায়ারের ব্যাটসম্যান অ্যালেক্স হেলসকে।

চতুর্থ ওয়ানডে ম্যাচে বাদ পড়লেও সিরিজের শেষ ম্যাচে বেয়ারস্টো খেলতে পারবেন কি না তা পরীক্ষার পর জানাবেন ইংল্যান্ড দলের মেডিকেল স্টাফরা। আগামী মঙ্গলবার সিরিজের শেষ ওয়ানডেতে লঙ্কানদের মুখোমুখি হবে ইংলিশ দল।

যে কোনো ম্যাচের আগেই সাধারনত গা গরমের জন্য ফুটবল ম্যাচ খেলে থাকে ইংল্যান্ড দল। শ্রীলঙ্কার বিপক্ষেও এই আয়োজনে চোটকে সঙ্গী করলেন ২৯ বছর বয়সি বেয়ারস্টো। তবে প্রাথমিক চিকিৎসা শেষে অ্যাঙ্কেলে পাওয়া এমন চোট খুব একটা গুরুতর নয় বলে জানিয়েছেন ইংল্যান্ড দলের মেডিকেল স্টাফরা।

 

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/২০ অক্টোবর ২০১৮/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়