ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ফুলবাড়িয়া বাস টার্মিনাল : আগাম টিকিটের যাত্রী নেই

আসাদ আল মাহমুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫১, ১৮ আগস্ট ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ফুলবাড়িয়া বাস টার্মিনাল : আগাম টিকিটের যাত্রী নেই

নিজস্ব প্রতিবেদক : কোরবানির ঈদকে সামনে রেখে প্রথমদিনে বাসের আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে। রাজধানীর গাবতলী ও সায়েদাবাদে টিকিট সংগ্রহের লম্বা লাইন থাকলে ব্যতিক্রম ফুলবাড়িয়া বাস টার্মিনাল। সেখানে গিয়ে দেখা গেছে যাত্রীর চাপ নেই।

শুক্রবার সকাল থেকে ফুলবাড়িয়ায় বিভিন্ন গন্তব্যের জন্য আগাম টিকিট বিক্রি শুরু হলে সহজেই টিকিট সংগ্রহ করছেন যাত্রীরা।  

শুক্রবার রাজধানীর গুলিস্তানের ফুলবাড়িয়ায় সকাল থেকে দুপুর পর্যন্ত এ চিত্র দেখা গেছে।

কথা হয় টার্মিনালে আসা বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা মো. রাফিন হাসানের সঙ্গে। তিনি বলেন, পিরোজপুরের নাজিরপুগামী দোলা পরিবহনের টিকিট  নিতে আসলাম। আগামী ৩১ আগস্টের তিনটি টিকিট সংগ্রহ করেছি। এবারের মত ফাঁকা কখনো দেখিনি। টিকিট প্রত্যাশীদের লাইন না থাকায় সরাসরি কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করতে পেরে সন্তোষ প্রকাশ করেন তিনি।

ফুলবাড়িয়া টার্মিনালে কথা হয় দোলা পরিবহনের বিক্রয়কর্মী নুর হোসেনের সঙ্গে। তিনি বলেন, প্রথমদিন কাউন্টারে বিক্রির জন্য রাখা ৫০০ টিকিটের মধ্যে বিক্রি হয়েছে ৫০টি টিকিট। সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত টিকিট বিক্রির করা হবে। সবচেয়ে ৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বরের বাসের টিকিটের চাহিদা সবচেয়ে বেশি বলে জানান তিনি।

তিনি বলেন, দোলা, ইমদাদসহ চারটি পরিবহনের কাউন্টারে বিক্রির জন্য ১ হাজার টিকিটের মধ্যে  দুপুর পর্যন্ত ১৫০টি টিকিট বিক্রি হয়েছে।



রাইজিংবিডি/ঢাকা/১৮ আগস্ট ২০১৭/আসাদ/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়