ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ফেনী শহরে কুকুরের কামড়ে আহত ৪২

সৌরভ পাটোয়ারী || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪২, ১০ আগস্ট ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ফেনী শহরে কুকুরের কামড়ে আহত ৪২

ফেনী প্রতিনিধি : ফেনী শহরের বিভিন্নস্থানে আজ বৃহস্পতিবার দুপুর পর্যন্ত  পাগলা কুকুরের কামড়ে বহু মানুষ আহত হয়েছেন।

ফেনী সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার অসীম কুমার সাহা এই হাসপাতালে কুকুরের কামড়ে আহত ৪২ জনের চিকিৎসা নেওয়ার কথা জানিয়েছেন।

চিকিৎসা নিতে আসা আনোয়ার হোসেন জানান, ইসলামপুর সড়ক দিয়ে হেঁটে যাওয়ার সময় কয়েকটি কুকুর তাকে তাড়া করে এক পর্যায়ে পায়ের পেছনে কামড় দেয়। ফেনী শহরের এসএসকে সড়ক,  ফায়ার সার্ভিস স্টেশন সড়ক, পাগলামিয়া সড়ক, সদরের ধর্মপুর এলাকায় একইভাবে পথচারীদের কামড় দিয়েছে। আহত ব্যক্তিরা ফেনী সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

ফেনী সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার অসীম কুমার সাহা  বলেন, কুকুরের কামড়ে আহত সকলের চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

ফেনী পৌরসভার প্যানেল মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী জানান, এ ব্যাপারে পৌরসভার পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।




রাইজিংবিডি/ফেনী/১০ আগস্ট ২০১৭/সৌরভ পাটোয়ারী/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়