ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ফেনীতে বন্দুকযুদ্ধে ২ মাদক ব্যবসায়ী নিহত

সৌরভ পাটোয়ারী || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৫২, ২ জানুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ফেনীতে বন্দুকযুদ্ধে ২ মাদক ব্যবসায়ী নিহত

ফেনী সংবাদদাতা : ফেনীতে মাদকবিরোধী অভিযানকালে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই মাদক ব্যবসায়ী নিহত হয়েছে।

মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে দাগনভূঞা উপজেলার সিলোনিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মাদক ব্যবসায়ীরা হলেন- আসাদ ও এনামুল হক আকন্দ। তাদের বাড়ি মাদারীপুর জেলায়।

ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটারগান, ১৩ রাউন্ড গুলি উদ্ধার ও ২৫০ কেজি গাঁজাসহ একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

ফেনীস্থ র‌্যাব-৭ জানায়, ভারতীয় সীমান্তের কাছে ফেনী সদর উপজেলার ধর্মপুর এলাকা থেকে বিপুল পরিমাণ মাদক নিয়ে একটি চক্র লক্ষ্মীপুরের দিকে যাচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে সন্দেহজনক একটি কাভার্ড ভ্যানকে ধাওয়া করে র‌্যাব।

কাভার্ড ভ্যানে থাকা মাদক ব্যবসায়ীরা দাগনভূঞার সিলোনিয়া এলাকায় ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে পৌঁছার পর র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এ সময় র‌্যাব পাল্টা গুলি ছুঁড়লে ওই দুই মাদক ব্যবসায়ীর মৃত্যু হয়।

র‌্যাব-৭ এর ক্যাম্প কমান্ডার স্কোয়াড্রন লিডার শাফায়াত জামিল ফাহিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

 

 

 

রাইজিংবিডি/ফেনী/২ জানুয়ারি ২০১৯/সৌরভ পাটোয়ারী/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়