ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ফেনীর পেনশন ভোগী রেল কর্মচারীদের দুর্ভোগ চরমে

সৌরভ পাটোয়ারী || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৫১, ২৯ এপ্রিল ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ফেনীর পেনশন ভোগী রেল কর্মচারীদের দুর্ভোগ চরমে

ফেনী প্রতিনিধি : পেনশনের জন্য বরাদ্দের টাকা সময় মতো না পাওয়ায় ফেনী রেলস্টেশনের সহস্রাধিক  অবসরপ্রাপ্ত কর্মচারীদের দুর্ভোগ চরমে পৌঁছেছে। অর্থ সংকটে মানবেতর জীবনযাপন করছেন তারা।

ভুক্তভোগীরা জানান, প্রায় ১ হাজার অবসরপ্রাপ্ত কর্মচারীর ২/৩ মাসের পেনশনের টাকা বকেয়া রয়েছে। এক বছর ধরে পেনশন পরিশোধে এ জটিলতা চলছে। ফেনী স্টেশনের আওতায় ফেনী, কোম্পানীগঞ্জ, চৌদ্দগ্রাম, গুণবতী, আলকরা, চিওড়ার পেনশনভোগী কর্মচারী রয়েছেন। নির্দিষ্ট তারিখে পেনশনের টাকা না পেয়ে অসহায় বৃদ্ধদের দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানে ঘুরতে হচ্ছে।

কমিটির সভাপতি সৈয়দ আহম্মদ ও সম্পাদক বোরহান উদ্দিন জানান, রেলওয়ের অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের পেনশন ও অন্যান্য ভাতা স্টেশনের আয় থেকে দেওয়ার বিধান রয়েছে। কিন্তু ফেনী স্টেশনে পেনশনভোগীদের পাওনা টাকার তুলনায় স্টেশনের আয় কম হওয়ায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে প্রতি মাসে ১৩ লাখ টাকা রেলওয়ে পূর্বাঞ্চলীয় ডিএফএ পেনশন বিভাগ থেকে মঞ্জুর করা হয়।

অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের দাবি বরাদ্দ দেওয়া ১৩ লাখ টাকা যথা সময়ে দেওয়ার ব্যবস্থা করে পেনশনভোগীদের দুর্ভোগ লাগব করা হোক।

এ বিষয়ে গত ৯ এপ্রিল রেলওয়ে অবসরপ্রাপ্ত কর্মচারী কল্যাণ পরিষদ ফেনী জেলা শাখার উদ্যোগে একটি সভা অনুষ্ঠিত হয়।

 

 

রাইজিংবিডি/ফেনী/২৯ এপ্রিল ২০১৭/সৌরভ পাটোয়ারী/এসএন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়