ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

বইমেলায় থিয়েটার বিষয়ক পত্রিকা ‘ক্ষ্যাপা’

তাপস রায় || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২৮, ১৮ ফেব্রুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বইমেলায় থিয়েটার বিষয়ক পত্রিকা ‘ক্ষ্যাপা’

সাহিত্য ডেস্ক: বাংলা একাডেমির অমর একুশে গ্রন্থমেলা- ২০১৯ উপলক্ষে প্রকাশ হয়েছে পাভেল রহমান সম্পাদিত থিয়েটার বিষয়ক পত্রিকা ‘ক্ষ্যাপা’। এ সংখ্যার প্রচ্ছদ এঁকেছেন শাহনাজ জাহান, নামলিপি নকশা করেছেন শাহীনুর রহমান।

নতুন সংখ্যাটিতে নাটক ও থিয়েটার বিষয়ে লিখেছেন মামুনুর রশীদ, শুভাশিস সিনহা, অপু মেহেদী, ইশরাত নিশাত, হাসান শাহরিয়ার, ইউসুফ হাসান অর্ক, হাবিব জাকারিয়া উল্লাস, বেলায়াত হোসেন মামুন, অলোক বসু ও মাহবুব আলম।

এছাড়া ‘আমাদের নাট্যভাষা: সংকট ও সম্ভাবনা’ বিষয়ক একটি মুক্ত আড্ডার লিখিত রূপ প্রকাশ করা হয়েছে সংখ্যাটিতে। আড্ডায় অংশ নিয়েছেন- বিপ্লব বালা, কামাল উদ্দিন কবির, হাসান শাহরিয়ার, মোহাম্মদ আলী হায়দার, ইউসুফ হাসান অর্ক, শুভাশিস সিনহা, বাকার বকুল, অপূর্ব কুমুার কুন্ডু। সংখ্যাটিতে রয়েছে ২০১৮ সালের নাট্যচর্চা প্রসঙ্গে একটি দীর্ঘ প্রতিবেদন।

ক্ষ্যাপার সহকারী সম্পাদক অপু মেহেদী ও মাহবুব খান। বিনিময় মূল্য ১০০ টাকা। বইমেলায় বাংলা একাডেমির লিটলম্যাগ চত্বরে ক্ষ্যাপার স্টলে সংখ্যাটি পাওয়া যাচ্ছে।




রাইজিংবিডি/ঢাকা/১৮ ফেব্রুয়ারি ২০১৯/তারা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়