ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

বইমেলায় লুনার সম্পাদনায় কাব্যগ্রন্থ ‘কাব্যখেয়া’

আমিনুর রহমান হৃদয় || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০৩, ৪ ফেব্রুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বইমেলায় লুনার সম্পাদনায় কাব্যগ্রন্থ ‘কাব্যখেয়া’

আমিনুর রহমান হৃদয় : অমর একুশের বইমেলায় (২০১৮)  প্রকাশ পেয়েছে এস. কে. লুনার সম্পাদনায় কাব্যগ্রন্থ ‘কাব্যখেয়া’। দুই বাংলার প্রবীণ কবিদের পাশাপাশি নবীন কবিদের ভিন্ন ধারার কবিতা নিয়ে কাব্যগ্রন্থটি করা হয়েছে।

গ্রন্থটিতে কবি নির্মলেন্দু গুণের কবিতা, ভারত-বাংলাদেশ দু’দেশের কবির লেখা, নবীন ও প্রবীণের সংমিশ্রিত লেখা রয়েছে।

‘কাব্যখেয়া’ কাব্যগ্রন্থে যাদের লেখা আছে-কবি নির্মলেন্দু গুণ, ইউসুফ মিয়াজী, ইয়াসিন হীরা, উৎপল সরকার, এইচ. এম. জুলহাস কিবরিয়া, এড. সিরাজ আহমেদ, এস. কে. লুনা, কামরুল আলম, কাজী মারুফ, জামান অহিদ, জোনাকি আক্তার, জাকারিয়া হোসাইন সাজিদ, নঈমুদ্দিন সেখ, নুরুন নাহার (বিপ্লবী), নাহিদা আক্তার, প্রণয় আচার্য্য, প্রবীর কুমার চৌধুরী, মাসুদ রানা মাসুদ, মোসাম্মৎ আফরোজা বেগম, মো. আবদুর রহমান, মিলি ইসলাম, মো. গোলাম রাব্বানী, মোহাম্মদ জয়নাল আবেদীন, মো. জিল্লুর রহমান, মুয়াজ বিন এনাম, মারুফ বিল্লাহ, রাহাত, লিমা ইসলাম, শফিক আমিন, শাহিদুল ইসলাম সাগর, শাহ জুনায়েদ, সাঈফ জামান, সনত বিশ্বাস, হুজাইফা রহমান। কাব্যগ্রন্থটি প্রকাশ করেছে দাঁড়িকমা প্রকাশনী। দাম ১২০টাকা।

গ্রন্থটির বিষয়ে সম্পাদক এস.কে.লুনা বলেন, আমার স্বপ্ন সাহিত্যকে ঘিরে। তাই সাহিত্য নিয়ে কিছু করার ইচ্ছে মনে সব সময় উঁকি মারে। একজনের সঙ্গে কথা হলো, যে খুব ভালো লিখেও ছাপা বা কোথাও প্রকাশ করতে পারছে না। এমন অনেকেই আছে যারা অর্থ সংকট বা সঠিক পথ পাচ্ছে না সাহিত্যাঙ্গণে হাঁটার। তাদের জন্য আমার এ যৌথ উদ্যোগ।



রাইজিংবিডি/ঢাকা/৪ ফেব্রুয়ারি ২০১৮/ফিরোজ/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়