ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বকেয়া পরিশোধ ও কারখানা খুলে দেওয়ার দাবিতে অবস্থান

নাসির উদ্দিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৪১, ১৯ মার্চ ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বকেয়া পরিশোধ ও কারখানা খুলে দেওয়ার দাবিতে অবস্থান

অর্থনৈতিক প্রতিবেদক : বকেয়া বেতন-ভাতা পরিশোধ ও কারখানা খুলে দেওয়ার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন খিলক্ষেতের নাব ফ্যাশন লিমিটেডের শ্রমিক-কর্মচারীরা।

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে জাগো বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের উদ্যোগে এ অবস্থান কর্মসূচি পালন করছেন।

এ সময় নাব ফ্যাশনের কর্মীরা জানান, প্রায় চারশ শ্রমিক-কর্মচারীর জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের বেতন-ভাতা পরিশোধ না করে কর্তৃপক্ষ ৭ মার্চ কারখানাটির তালা বন্ধ করে দেয়। ফলে বেতন-ভাতা না পেয়ে পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছি আমরা। তাই অবিলম্বে কারখানাটি খুলে দিয়ে শ্রমিক-কর্মচারীদের বকেয়া বেতন-ভাতা পরিশোধের জন্য সরকার ও বিজিএমইএর প্রতি অনুরোধ জানাচ্ছি আমরা

বেতন- ভাতা পরিশোধ ও কারখানা খুলে না দেওয়া পর্যন্ত আমাদের এই অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানান তারা।

সংগঠনের সভাপতি মো. বাহারানে সুলতান বাহারের সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে নাব ফ্যাশনের শতাধিক কর্মী অংশ নেন।
 

 

রাইজিংবিডি/ঢাকা/১৯ মার্চ ২০১৯/নাসির/রফিক 

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়