ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বকেয়া বেতনের দাবিতে ন্যাশনাল মেডিক্যালে কর্মবিরতি

আরিফ সাওন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০৩, ২১ মে ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বকেয়া বেতনের দাবিতে ন্যাশনাল মেডিক্যালে কর্মবিরতি

নিজস্ব প্রতিবেদক : বকেয়া বেতনের দাবিতে রাজধানীর সদরঘাটে অবস্থিত ঢাকা ন্যাশনাল মেডিক্যাল ইনস্টিটিউট হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ কর্মবিরতি পালন শুরু করেছে।

সোমবার বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পযন্ত কর্মবিরতি পালন করা হয়।

হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা জানান, বকেয়া বেতন না পাওয়া পর্যন্ত প্রতিদিন এক ঘণ্টা করে কর্মবিরতি চলবে। দীর্ঘদিন বেতন-ভাতা না পেয়ে হাসপাতালে সাড়ে ছয় শতাধিক ডাক্তার, নার্স ও ওয়ার্ডবয়সহ বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী মানবেতর জীবন যাপন করছেন। বছর দুয়েক আগে ভাতা পেলেও এখন তা পান না। এছাড়া দুই বছর আগের ৯ মাসের বকেয়া বিলও এখন দেওয়া হচ্ছে না।

তারা আরো জানান, বারবার কর্তৃপক্ষের সাথে আলোচনায় বসলেও আশ্বাস ছাড়া কোনো সমাধান হচ্ছে না।

ঈদের আগে বেতনের সমস্যা সমাধানে তারা স্বাস্থ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।

কর্মসূচিতে ডা. মাকসুদুল আলম, ডা. অপুর্ব পণ্ডিত, ডা. তানভির, নার্স লক্ষ্মণ চন্দ্র পাল, গরেটি পালমা, সাহিদুর রহমান সাজু, অফিস সহকারী নাজিম উদ্দিন, আইটি বিভাগের ঝোটন চন্দ্র মজুমদার প্রমুখ বক্তব্য রাখেন।




রাইজিংবিডি/ঢাকা/২১ মে ২০১৮/সাওন/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়