ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

বকেয়ার দাবিতে পাটকল শ্রমিকদের ভুখা মিছিল

মুহাম্মদ নূরুজ্জামান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৬, ১৭ আগস্ট ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বকেয়ার দাবিতে পাটকল শ্রমিকদের ভুখা মিছিল

নিজস্ব প্রতিবেদক, খুলনা : বকেয়া পাওনার দাবিতে খুলনাঞ্চলের রাষ্ট্রায়াত্ত  পাটকলের অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারীরা ঘেরাও কর্মসূচি পালন করেছেন। 

আজ বৃহস্পতিবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শ্রমিক-কর্মচারীরা তাদের বকেয়া পাওনার দাবিতে চরের হাটস্থ রাষ্ট্রায়াত্ত পাটকলের খুলনা আঞ্চলিক কার্যালয় ঘেরাও করে অবস্থান কর্মসূচি পালন করেন। এর আগে তারা বাসন (মাটির সানকি) হাতে ভুখা মিছিল করে এখানে সমবেত হন।

অবসরপ্রাপ্ত শ্রমিকদের দাবি আদায় লিয়াজো কমিটির আয়োজনে এসব কর্মসূচিতে খুলনার রাষ্ট্রায়াত্ত সাতটি পাটকলের অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারীসহ তাদের পরিবারের অনেক সদস্য অংশ নেন।

কমিটির আহ্বায়ক মুক্তিযোদ্ধা সৈয়দ আরব আলী বলেন, অবসরের পর ৩০ কর্ম দিবসের মধ্যে সকলের ন্যায্য পাওনা পরিশোধের কথা থাকলেও পাট মন্ত্রণালয় ও বিজেএমসি পাওনা পরিশোধ করছে না। ঈদের পূর্বে সব  পাওনা পরিশোধ করার জোর দাবি জানান তিনি।

এ সময় অন্যদের মধ্যে বক্তৃতা করেন প্লাটিনাম জুটমিলের অবসরপ্রাপ্ত শ্রমিক জাহাঙ্গীর হোসেন, মুন্সী ওয়াদুদ আলী, ক্রিসেন্ট জুটমিলের আব্দুস ছালাম সরদার, স্টার জুটমিলের আব্দুর রশিদ হাওলাদার, আলীম জুটমিলের রেজাউল হোসেন, ইস্টার্ন জুট মিলের মো. মোজাম্মেল হক, আব্দুল মজিদ, কার্পেটিং জুটমিলের শ্রমিক আহাদ আলী, জেজেআই জুট মিলের অবসরপ্রাপ্ত শ্রমিক ইকবাল হোসেন, রফিকুল ইসলাম প্রমুখ।




রাইজিংবিডি/খুলনা/১৭ আগস্ট ২০১৭/মুহাম্মদ নূরুজ্জামান/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়