ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বঙ্গবন্ধু অনূর্ধ্ব-১৭ গোল্ডকাপ ফুটবলে সাতক্ষীরার জয়

আব্দুল্লাহ এম রুবেল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫০, ২৬ সেপ্টেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বঙ্গবন্ধু অনূর্ধ্ব-১৭ গোল্ডকাপ ফুটবলে সাতক্ষীরার জয়

আব্দুল্লাহ এম রুবেল : যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জাতীয় ক্রীড়া পরিষদের পরিদপ্তরের আয়োজনে ও খুলনা বিভাগীয় প্রশাসনের ব্যবস্থাপনায় খুলনা বিভাগীয় পর্যায়ে শুরু হয়েছে  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনূর্ধ্ব-১৭ ফুটবল প্রতিযোগিতা।

বুধবার খুলনা জিলা স্কুল মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন খুলনা বিভাগীয় কমিশনার মো. লোকমান হোসেন মিয়া। প্রতিযোগিতার উদ্বোধনী দিনে জয় পেয়েছে সাতক্ষীরা জেলা অনূর্ধ্ব-১৭ দল। ম্যাচে তারা ১-০ গোলে চুয়াডাঙ্গা জেলা অনূর্ধ্ব-১৭ দলকে পরাজিত করে। প্রতিযোগিতায় খুলনা বিভাগের ১০ জেলা ও মহানগর দলসহ মোট ১১টি দল অংশ গ্রহণ করছে।

জিলা স্কুল মাঠে এদিন যোগ্যতর দল হিসেবেই জয় তুলে নিয়েছে সাতক্ষীরা। পুরো মাঠে একক নিয়ন্ত্রণ নিয়ে খেললেও ব্যবধান বাড়াতে পারেনি। চুয়াডাঙ্গা জেলা দল দুয়েকটি সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি। দু’দলের খেলার প্রথমার্ধ গোলশূন্য ছিল। খেলা শুরুর ৫ মিনিটের মধ্যেই এগিয়ে যেতে পারতো সাতক্ষীরা। ডানদিক থেকে ভালো একটি আক্রমণ হলেও ফিনিশারেরর অভাবে গোল পায়নি তারা।

তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যায় সাতক্ষীরা জেলা অনূর্ধ্ব-১৭ দল। দ্বিতীয়ার্ধে ৫২ মিনিটে বা দিক থেকে আক্রমণে যায় তারা। ডি বক্সের সামান্য বাইরে সাতক্ষীরার আক্রমণ ভাগের এক খেলোয়াড়কে অবৈধভাবে ফেলে দেয়া হয়। ফলে ফ্রি-কিক পায় সাতক্ষীরা। দারুণ ফ্রি-কিকে চুয়াডাঙ্গা দলের গোলরক্ষককে বোকা বানিয়ে বল জালে প্রবেশ করান সাতক্ষীরার ১০ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় হাসিবুল ইসলাম। এরপর ৬৭ মিনিটের সময় আরেকটি ভালো সুযোগ নষ্ট করে সাতক্ষীরা। তাদের ৮ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় গোলরক্ষককে একা পেয়েও বল বারের উপর দিয়ে বাইরে মেরে দেন। খেলা শেষ হওয়ার ৫মিনিট আগে গোল পরিশোধের দারুণ সুযোগ পেয়েছিলো চুয়াডাঙ্গা। জটলার ভিতর থেকে তার করা জোরালো শটটি সাইড বারে লেগে ফিরে আসে। খেলার বাকি সময় দুই দল মরিয়া হয়ে চেষ্টা করলেও আর কোন গোলের দেখা মেলেনি। শেষ পর্যন্ত সাতক্ষীরা জেলা অনূর্ধ্ব-১৭ দল এই ১-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে।

বৃহস্পতিবার একই মাঠে তিনটি খেলা অনুষ্ঠিত হবে। সকাল ৯টায় দিনের প্রথম ম্যাচে মাগুরা জেলা মুখোমুখি হবে নড়াইল জেলা। বেলা ১১টায় দ্বিতীয় ম্যাচে কুষ্টিয়া জেলার প্রতিপক্ষ যশোর জেলা। আর বিকেল ৩টায় ঝিনাইদহ জেলা মুখোমুখি হবে বাগেরহাট জেলার।



রাইজিংবিডি/খুলনা/২৬ সেপ্টেম্বর ২০১৮/রুবেল/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়