ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

‘বঙ্গবন্ধু দেশ স্বাধীন করেছেন বলেই প্রধান বিচারপতি হতে পেরেছি’

হোসাইন আহমেদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫১, ৭ সেপ্টেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘বঙ্গবন্ধু দেশ স্বাধীন করেছেন বলেই প্রধান বিচারপতি হতে পেরেছি’

মৌলভীবাজার প্রতিনিধি : প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ স্বাধীন করেছেন বলেই আমি প্রধান বিচারপতি হতে পেরেছি।

বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজার পৌর জনমিলন কেন্দ্রে জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধান বিচারপতি বলেন,  প্রতি বছর কয়েক হাজার শিক্ষার্থী বিদেশে গিয়ে উচ্চ শিক্ষা নিচ্ছে। পরে সেখানে তারা মেধার স্বাক্ষর রেখে চাকরি ও নাগরিকত্ব গ্রহণ করে আর দেশে ফিরছে না। এ মেধা পাচার এখনি বন্ধ করতে হবে।

জেলা আইনজীবী সমিতির সভাপতি রনজিৎ কুমার ঘোষের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজানুর রহমানের পরিচালনায় আরো বক্তব্য রাখেন জেলা দায়রা জজ মো. আবু তাহের, জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এজি এম আল মাসুদ প্রমুখ।



রাইজিংবিডি/মৌলভীবাজার/ ৭ সেপ্টেম্বর ২০১৭/হোসাইন আহমদ/উজ্জল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়