ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বঙ্গবন্ধু বাঙালি জাতিকে স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ করেছিলেন

আরিফ সাওন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২৭, ২৫ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বঙ্গবন্ধু বাঙালি জাতিকে স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ করেছিলেন

নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধু বাঙালি জাতিকে স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ করেছিলেন। যুদ্ধের জন্য প্রস্তুত করেছেন। সেই যুদ্ধের মধ্য দিয়ে আমরা বিজয় অর্জন করেছি। আমরা বিজয়ী জাতি। কোনো দিক থেকে আমরা পিছিয়ে থাকব না। জাতি হিসেবে আমরা এগিয়ে যাব।

শনিবার দুপুরে বাংলাদেশ ইউনিভার্সিটির সভাকক্ষে স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভায় এসব কথা বলেন বক্তারা। বাংলাদেশ ইউনিভার্সিটি এ আলোচনার আয়োজন করে। বক্তারা এ সময় ১৯৭১ সালে পাকিস্তানের হানাদার বাহিনীর অত্যাচারের কথা তুলে ধরেন।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. আনোয়ারুল হক শরীফ। আলোচনায় অংশ নেন বিজ্ঞান, প্রযুক্তি ও প্রকৌশল অনুষদের ডিন, অধ্যাপক ড. মো. ইমামউদ্দিন, কলা, সমাজবিজ্ঞান ও আইন অনুষদের ডিন অধ্যাপক মুস্তফা কামালউদ্দিন, রেজিস্ট্রার মেজর নিয়াজ মোহাম্মদ খান (অবসরপ্রাপ্ত), পরচিালক (প্রশাসন ও নিরাপত্তা) কে এস এম এজাজ আফজাল খান বীর প্রতীক প্রমুখ।

আলোচনা সভায় বাংলাদেশ ইউনিভার্সিটির বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, কর্মকর্তা, কর্মচারী ও বিপুল সংখ্যক ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন।



রাইজিংবিডি/ঢাকা/২৫ মার্চ ২০১৭/সাওন/এসএন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়