ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

‘বঙ্গবন্ধু সবসময়ই বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়নের চিন্তা করতেন’

আসাদ আল মাহমুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৭, ১৪ আগস্ট ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘বঙ্গবন্ধু সবসময়ই বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়নের চিন্তা করতেন’

নিজস্ব প্রতিবেদক : বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান বলেছেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সবসময়ই বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়নের কথা চিন্তা করতেন। এরই ফলশ্রুতিতে আজ আমরা রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের দ্বারপ্রান্তে। বর্তমান সরকার আজ বঙ্গবন্ধুর সেই স্বপ্ন বাস্তবায়ন করতে যাচ্ছে।’

সোমবার রাজধানীর  বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর নির্দেশেই মুক্তিযুদ্ধ হয়েছিল। তিনি ছিলেন স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্র্রষ্টা। তার কারণেই আজ আমরা একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছি, পেয়েছি স্বাধীনতা। আজ আমরা স্বাধীন দেশের নাগরিক। পঁচাত্তরের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা না করা হলে এদেশ অনেক আগেই উন্নত দেশে পরিণত হতো।’

এ সময় মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. আনোয়ার হোসেন, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান  মো. মঞ্জুরুল হক, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা মো. কামরুল ইসলাম ভূইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।



রাইজিংবিডি/ঢাকা/১৪ আগস্ট ২০১৭/আসাদ/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়