ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

‘বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে রাঘব বোয়ালরা জড়িত ছিল’

মেহেদী হাসান ডালিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:১৯, ১৫ আগস্ট ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে রাঘব বোয়ালরা জড়িত ছিল’

নিজস্ব প্রতিবেদক : প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সঙ্গে রাঘব বোয়ালরা জড়িত ছিল। কিন্তু তদন্তে দুর্বলতার কারণে তাদের বিচারের আওতায় আনা সম্ভব হয়নি।

মঙ্গলবার সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জাতীয় শোক দিবস উপলক্ষে রক্তদান কর্মসূচিতে তিনি একথা বলেন।

প্রধান বিচারপতি বলেন, ‘আমি নথি পর্যালোচনা করে দেখলাম এই ষড়যন্ত্রের মধ্যে আরো অনেক রাঘব বোয়াল জড়িত ছিল। কিন্তু ইনভেস্টিগেশনের (তদন্তের) ত্রুটির জন্য আমরা তাদের আর বিচারে সোপর্দ করতে পারিনি। যদিও আমাদের রায়ে আমরা পরিষ্কারভাবে বলে দিয়েছি, এটা একটা ক্রিমিনাল কনসপিরেসি, পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল।’

তিনি বলেন, ‘ঘাতকদের উদ্দেশ্য ছিল বঙ্গবন্ধুর পরিবারকে ইতিহাস থেকে মুছে ফেলা। এটার সঙ্গে পৃথিবীর কোনো হত্যার মিল পাওয়া যায় না। আমরা স্তম্ভিত হয়ে যাই যেভাবে তারা হত্যা করেছিল। আরো কষ্টদায়ক হলো, বঙ্গবন্ধু হত্যার পরে হত্যাকারীদের বিচার করতে রাষ্ট্রের আইন দ্বারা বিচারকদের পথ বন্ধ করে দেওয়া হয়েছিল। আমি এই বিচার বিভাগের একজন সদস্য হিসেবে অত্যন্ত গর্ববোধ করছি এই সুপ্রিম কোর্টই ইনডেমনিটি অর্ডিন্যান্স বাতিল করে এই বিচারের সুযোগ করে দিয়েছিল।’

বিচারপতি আব্দুল ওয়াহাব মিঞা বলেন, ‘বঙ্গবন্ধু জাতির জনককে নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। যখন ৭০ সালে নির্বাচন হয় তখন আমি বিএ ক্লাসের ছাত্র। তখন ইস্ট পাকিস্তানে বঙ্গবন্ধু ছাড়া আর কোনো নেতা ছিলেন না। উনি ছিলেন বলেই বাংলাদেশ স্বাধীন হয়েছে সেখানে আমি আজকে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি হতে পেরেছি।’




রাইজিংবিডি/ঢাকা/১৫ আগস্ট ২০১৭/মেহেদী/এসএন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়