ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

বঙ্গবন্ধুর সমাধিতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বাদল সাহা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:২৯, ১৭ মার্চ ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বঙ্গবন্ধুর সমাধিতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বাদল সাহা, টুঙ্গিপাড়া থেকে : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার সকাল ১০ টার দিকে হেলিকপ্টার যোগে টুঙ্গপিাড়ায় পৌঁছান রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর বঙ্গবন্ধুর সমাধি সৌধে প্রথমে রাষ্ট্রপতি ও পরে প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধা নিবেদন শেষ কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। এ সময় সেনা, নৌ ও বিমানবাহিনীর একটি চৌকস দল র্গাড অব অনার প্রদান করেন।

এরপর আওয়ামী লীগ সভাপতি হিসেবে মন্ত্রীপরিষদ সদস্য, সংসদ সদস্য ও নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা জানান শেখ হাসিনা।

পরে বঙ্গবন্ধু, পরিবারের নিহত সদস্য ও মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদের রুহের মাগফরোত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করা হয়।

 

 

 

 

রাইজিংবিডি/গোপালগঞ্জ/১৭ মার্চ ২০১৯/বাদল সাহা/এনএ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়