ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

বদলে ফেলুন ২৫ পাসওয়ার্ড

মনিরুল হক ফিরোজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩০, ১৭ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বদলে ফেলুন ২৫ পাসওয়ার্ড

প্রতীকী ছবি

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : প্রযুক্তি বিশ্বে ২০১৬ সালের অন্যতম আলোচিত কেলেঙ্কারি হচ্ছে, লাখ লাখ ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য ফাঁস হয়েছে ইন্টারনেটে। বিভিন্ন অ্যাকাউন্ট হ্যাকিংয়ের ঘটনায় কেটেছে ২০১৬ সাল।

অন্যের অ্যাকাউন্টে প্রবেশের ক্ষেত্রে পাসওয়ার্ড একটি দুর্ভেদ্য শক্তি হিসেবে পরিচিত হলেও, প্রতি বছর লাখ লাখ অ্যাকাউন্ট হ্যাকিং হচ্ছে, ব্যবহারকারীদের দুর্বল পাসওয়ার্ডের কারণে।

খুব সহজ ও কমন কিছু পাসওয়ার্ড ঝুঁকিপূর্ণ হিসেবে বেশ কয়েক বছর ধরেই আলোচনায় রয়েছে। কিন্তু তারপরও দেখা যাচ্ছে, অনেকেই সেসব সহজ ও কমন পাসওয়ার্ড ব্যবহার করেই চলেছেন। যেমন ‘123456’ এই পাসওয়ার্ডটি বেশ কয়েক বছর ধরেই হ্যাকিংয়ের ঘটনার জন্য সবচেয়ে বেশি দায়ী হিসেবে চিহ্নিত। অথচ বছরের পর পর ধরে ব্যবহারকারীরা এ ধরনের সহজ ও কমন পাসওয়ার্ড পরিহারে সচেতন হচ্ছেন না। এরই ফলশ্রুতিতে ২০১৬ সালেও দেখা গেছে সবচেয়ে বেশি অ্যাকাউন্ট হ্যাকিং হয়েছে ‘123456’ সহ আরো বেশি কিছু প্রচলিত পাসওয়ার্ডের কারণেই।

পাসওয়ার্ড ব্যবস্থাপনা প্রতিষ্ঠান কিপার প্রকাশ করেছে ২০১৬ সালের সবচেয়ে বাজে ২৫টি পাসওয়ার্ডের তালিকা। এসব পাসওয়ার্ড ব্যবহার করায় হ্যাকিংয়ের শিকার হয়েছেন অনেক ব্যবহারকারী। হ্যাকিং এড়াতে জটিল পাসওয়ার্ড ব্যবহার এবং তা মাঝে মাঝে পরিবর্তনের পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি।

জেনে নিন কিপারের তথ্য অনুযায়ী মারাত্নক ঝুকিপূর্ণ ২৫টি পাসওয়ার্ড। আপনার পাসওয়ার্ড এ তালিকায় থাকলে এখনই পরিবর্তন করে ফেলুন।

১. 123456

২. 123456789

৩. Qwerty

৪. 12345678

৫. 111111

৬. 1234567890

৭. 1234567

৮. password

৯. 123123

১০. 987654321

১১. Qwertyuiop

১২. Mynoob

১৩. 123321

১৪. 666666

১৫. 18atckd2w

১৬. 7777777

১৭. 1q2w3e4r

১৮. 654321

১৯. 555555

২০. 3rjs1la7qe

২১. google

২২. 1q2w3e4r5t

২৩. 123qwe

২৪. zxcvbnm

২৫. 1q2w3e

তথ্যসূত্র : মেকইউজঅব



রাইজিংবিডি/ঢাকা/১৭ জানুয়ারি ২০১৭/ফিরোজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়