ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

বনদস্যুদের সাথে কোস্টগার্ডের গোলাগুলি, ৮ জেলে উদ্ধার

এম.শাহীন গোলদার || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:১০, ১৯ এপ্রিল ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বনদস্যুদের সাথে কোস্টগার্ডের গোলাগুলি, ৮ জেলে উদ্ধার

সাতক্ষীরা সংবাদদাতা : সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কলাগাছিয়ার বাদুরঝুলি এলাকায় অভিযান চালিয়ে দস্যুদের কবল থেকে অপহৃত আট জেলেকে উদ্ধার করেছেন কোস্টগার্ডের সদস্যরা।

এ সময় দস্যু দাদা ভাই ও মোস্তাক বাহিনীর সদস্যরা কোস্টগার্ডকে লক্ষ্য করে গুলি ছুঁড়লে কোস্টগার্ডের সদস্যরাও পাল্টা গুলি ছোঁড়েন।

বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। উদ্ধার হওয়া জেলেদের নাম-পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি। ঘটনাস্থল থেকে অপহৃত চারটি নৌকা, দুই নলা বন্দুক, ১৫ রাউন্ড গুলি ও ৮০ রাউন্ড গুলির খোসাসহ ডাকাতিতে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার হয়েছে।
 


কোস্টগার্ডের লেফটেন্যান্ট কমান্ডার আবদুল্লাহ আল মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় কোস্টগার্ড পশ্চিম জোনের দোবেকী ও কয়রা স্টেশনের সদস্যরা বাদুর ঝুলি এলাকায় অভিযান চালান। পরে কোস্টগার্ডের প্রতিরোধের মুখে দস্যুরা পালিয়ে যান। এ সময় ঘটনাস্থল থেকে অপহৃত আট জেলে, চারটি নৌকা, দুই নলা বন্দুক, ১৫ রাউন্ড গুলি ও ৮০ রাউন্ড গুলির খোসাসহ ডাকাতিতে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার হয়।
 


তিনি জানান, উদ্ধারকৃত অস্ত্র ও গুলি জেলার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী নৌপুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

 

রাইজিংবিডি/সাতক্ষীরা/১৯ এপ্রিল ২০১৮/এম. শাহীন গোলদার/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়