ঢাকা     বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

বনানীতে ধর্ষণ মামলার তদন্ত শেষের দিকে

মাকসুদুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০১, ২৪ মে ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বনানীতে ধর্ষণ মামলার তদন্ত শেষের দিকে

নিজস্ব প্রতিবেদক : বনানীতে দুই তরুণীকে ধর্ষণ মামলার তদন্ত প্রায় শেষ দিকে। পাঁচ আসামির সবাই গ্রেপ্তার হয়েছে। এর মধ্যে আদালতে ৩ জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

কিছু পরীক্ষা নীরিক্ষার পরই মামলার চার্জশিট দেয়া হবে বলে পুলিশ কর্মকর্তারা বলছেন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মনিরুল ইসলাম বলেন, ‘মামলার এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে সাফাত আহমেদ, সাকিফ ও ড্রাইভার বিল্লাল নিজেদের দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এ কারণে এ ঘটনার তদন্তও অনেকটা শেষ হয়ে গেছে বলা যায়। তবে আদালতে একটি পুর্ণাঙ্গ চার্জশিট দেয়ার জন্য কিছু পরীক্ষা-নিরীক্ষার দরকার আছে। সেগুলোই করা হচ্ছে। সেক্ষেত্রে অল্প কিছুদিনের মধ্যে চার্জশিট দেয়া সম্ভব হতে পারে।’

ঘটনার তদন্তে থাকা এক গোয়েন্দা কর্মকর্তা রাইজিংবিডিকে বলেন, ‘সেদিন রাতে ধর্ষণের ঘটনা বিস্তারিত বলেছে আসামিরা। ভুক্তভোগী ও হোটেল কর্তৃপক্ষের দেয়া তথ্যের সঙ্গে তাদের বক্তব্যের মিল রয়েছে। মামলার বিচার যেন দ্রুতই শুরু হয় সেজন্যই সব কাজ করছেন তদন্ত সংশ্লিষ্টরা। এখন আদালতের আদেশে আসামিদের মোবাইল ফোন, ভুক্তভোগিদের কাপড়ের রাসায়নিক পরীক্ষা এবং দুই আসামির রিমান্ড শেষের জন্য অপেক্ষা করতে হচ্ছে।’

রাইজিংবিডির প্রশ্নের জবাবে গোয়েন্দা সূত্রটি আরও জানায়, ‘হোটেলের ভিডিও ফুটেজ পাওয়া না গেলেও এক আসামির মোবাইল ফোনে ধারণকৃত দৃশ্য পাওয়া গেছে। সেখানেও ধর্ষণের আলামত রয়েছে।’

মামলার তদন্ত কর্মকর্তা ও পুলিশের উইমেন্স সাপোর্ট সেন্টারের ইন্সপেক্টর ইসমত আরা রাইজিংবিডিকে বলেন, ‘তদন্ত চলছে। এ কারণে বিস্তারিত বলা সম্ভব নয়। তবে এতটুকু বলা যায়, ঘটনার অনেক কিছুই পরিস্কার হয়ে গেছে। তদন্তের বিস্তারিত জানার জন্য অপেক্ষা করুন।’

উল্লেখ্য, ২৮ মার্চ বনানীর দ্য রেইন ট্রি হোটেলে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী ধর্ষণের শিকার হয়। এ ঘটনায় ৬ মে বনানী থানায় আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদ সেলিমের ছেলে সাফাত আহমেদসহ ৫ জনকে আসামি করে মামলা হয়।



রাইজিংবিডি/ঢাকা/২৪ মে ২০১৭/মাকসুদ/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়