ঢাকা     বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

‘বন্দুকযুদ্ধে’ জলদস্যু বাহিনীর প্রধান নিহত

মাওলা সুজন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৫৪, ১৬ মার্চ ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘বন্দুকযুদ্ধে’ জলদস্যু বাহিনীর প্রধান নিহত

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহীর দুর্গম চরে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ জলদস্যু ইব্রাহিম বাহিনীর প্রধান ইব্রাহিম ওরফে ইব্রাহিম মাঝি (৪৬) নিহত হয়েছে।

আজ শুক্রবার ভোরে উপজেলার চরএলাহী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের চর আমজাদে বন্দুকযুদ্ধ হয়েছে।

নিহত ইব্রাহিম মাঝি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার উড়িরচর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মৃত ছেরাজ কামলার ছেলে। তিনি ওই ওয়ার্ডের ইউপি সদস্য ছিলেন। তার বিরুদ্ধে হত্যা ও ডাকাতির অভিযোগে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

চরএলাহী ইউনিয়নের চেয়ারম্যান আবদুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করে জানান, র‌্যাব-৭ এর অভিযানে ইব্রাহিম মাঝি নিহত হয়েছে। 

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের লাশ উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।



রাইজিংবিডি/নোয়াখালী/১৬ মার্চ ২০১৮/মাওলা সুজন/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়