ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

বন্যহাতির হামলায় ২ রোহিঙ্গা নিহত, আহত ৫

সুজাউদ্দিন রুবেল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫৪, ১৮ সেপ্টেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বন্যহাতির হামলায় ২ রোহিঙ্গা নিহত, আহত ৫

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের উখিয়া উপজেলার পাহাড়ি এলাকায় বন্যহাতির হামলায় শিশুসহ দুই রোহিঙ্গা নিহত ও পাঁচজন আহত হয়েছেন।

সোমবার ভোরে উখিয়ার উপজেলার মধুরছড়া পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান উখিয়া থানার ওসি (তদন্ত) মো. কায় কিসলু।

নিহতরা হলেন, মিয়ানমার থেকে পালিয়ে কুতুপালংয়ের মধুরছড়া পাহাড়ি এলাকার বস্তিতে আশ্রয় নেওয়া শামসুল আলম (৫৫) ও ছৈয়দুল আলম (২)। আহতদের পরিচয় জানা না গেলেও তারা মিয়ানমারের রোহিঙ্গা নাগরিক।

ওসি (তদন্ত ) কায় কিসলু জানান, উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের কুতুপালংয়ের গহীন পাহাড়ি এলাকা মধুরছড়ায় আশ্রয় নিয়েছে বেশকিছু রোহিঙ্গা। সোমবার ভোরে একদল বন্যহাতি রোহিঙ্গা বস্তিতে হামলা চালায়। এতে ঘটনাস্থলে দুই রোহিঙ্গা নিহত এবং পাঁচজন আহত হয়েছেন।

 

 

 

 

রাইজিংবিডি/কক্সবাজার/১৮ সেপ্টেম্বর ২০১৭/ সুজাউদ্দিন রুবেল/উজ্জল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়