ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

বরগুনার সোনাকাটা ইউপির ভোট গ্রহণ চলছে

রুদ্র রুহান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:০০, ২৩ মে ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বরগুনার সোনাকাটা ইউপির ভোট গ্রহণ চলছে

বরগুনা প্রতিনিধি : কড়া নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশে চলছে বরগুনার তালতলীর সোনাকাটা ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ।

সকাল ৮টায় একযোগে ইউনিয়নের নয়টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়, যা চলবে বিকেল ৪টা পর্যন্ত।

ইউপি নির্বাচনকে অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে প্রতিটি কেন্দ্রে পাঁচজন পুলিশের পাশাপাশি ১৭ জন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।

এ ছাড়া নির্বাচনী এলাকায় অইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এড়াতে টহল দিচ্ছে পুলিশের নয়টি ভ্রাম্যমাণ দল, ৪০ জন বিজিবি সদস্য, কোস্ট গার্ডের ৪০ জন সদস্য এবং অর্ধশত র‌্যাব সদস্য।

নির্বাচনী এলাকায় কাজ করছেন একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের পাশাপাশি তিনজন নির্বাহী ম্যাজেস্ট্রেট।

সোনাকাটা ইউনিয়ন পরিষদ নির্বাচনের নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. শহীদুল্লাহ জানান, নির্বাচনে কোনো প্রার্থীকে ছাড় দেওয়া হবে না। একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে প্রশাসন প্রতিজ্ঞাবদ্ধ।




রাইজিংবিডি/বরগুনা/২৩ মে ২০১৭/রুদ্র রুহান/এসএন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়