ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

বরিশাল প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত

জে. খান স্বপন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:১৩, ২৬ ডিসেম্বর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বরিশাল প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত

নব নির্বাচিত সভাপতি (বাঁয়ে) ও সাধারণ সম্পাদক

নিজস্ব প্রতিবেদক, বরিশাল : শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

 

সভাপতি পদে মাত্র এক ভোটের ব্যবধানে কাজী নাসির উদ্দিন বাবুল নির্বাচিত হয়েছেন।

 

অন্যদিকে সাধারণ সম্পাদক পদে ৪ ভোটের ব্যবধানে এস এম জাকির হোসেন নির্বাচিত হয়েছেন।

 

নির্বাচনে লিটন বাশার ও এস এম জাকির পরিষদের প্রার্থীরা সংখ্যাগরিষ্ঠ পদে জয় লাভ করে।  

 

নির্বাচনের ১৭টি পদের মধ্যে লিটন বাশার ও এস এম জাকির পরিষদ ১৩টি পদে বিজয়ী হন। সভাপতি পদে কাজী নাসির উদ্দিন বাবুল ৩৭টি ভোট পেয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লিটন বাশার পেয়েছেন ৩৬টি ভোট।

 

সহ-সভাপতি পদে এম আমজাদ হোসাইন ৩৩টি ভোট ও সৈয়দ মাহমুদ হোসেন চৌধুরী ৩৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ ছাড়া সহসভাপতি পদে গোপাল সরকার পেয়েছেন ৩১টি ভোট ও বীরেন্দ্র নাথ সমদ্দার পেয়েছেন ৩২ টি ভোট।

 

সাধারণ সম্পাদক পদে এস এম জাকির হোসেন ৩৮ টি ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকতম প্রতিদ্বন্দ্বী কাজী মিরাজ মাহমুদ পেয়েছে ৩৪টি ভোট।

 

সহ-সাধারণ সম্পাদক পদে দেবাশীষ চক্রবর্তী ৩৭টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গিয়াস উদ্দিন সুমন পেয়েছেন ৩৫টি ভোট।

 

কোষাধ্যক্ষ পদে কাজী আল মামুন পেয়েছে ৪০ টি ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জিয়া শাহীন পেয়েছে ৩৩ টি ভোট।

 

পাঠাগার সম্পাদক পদে এম জহির ৩৮ টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকতম প্রতিদ্বন্দ্বী জিয়া উদ্দিন বাবু পেয়েছেন ৩১ ভোট।

 

সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে সুখেন্দু এদবর ৩৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাজী মকবুল হোসেন পেয়েছেন ৩৫ ভোট।

 

ক্রীড়া সম্পাদক পদে মো. নাসিমুল হক ৪৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নিকুঞ্জ বালা পলাশ পেয়েছেন ২৮ ভোট।

 

দপ্তর সম্পাদক পদে এম মোফাজ্জেল ৩৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. নাসির উদ্দিন পেয়েছেন ৩৬ ভোট।

 

সদস্য পদে মানবেন্দ্র বটব্যাল ৪৬, নুরুল আলম ফরিদ ৪৩, কমল সেন গুপ্ত ৩৮, মনিরুল আলম স্বপন ৩৬, সৈয়দ দুলাল ৩৯, মেহেরুন্নেছা বেগম ৩৫ ও মু. ইসমাইল হোসেন নেগাবান মন্টু ৪৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

 

প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন বিশিষ্ট সাংবাদিক এস এম ইকবাল।

 

রোববার বিকেল ৫ টা থেকে ৮ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। রাত ২ টার দিকে ফলাফল ঘোষণা করা হয়।

 

 

 

রাইজিংবিডি/বরিশাল/২৬ ডিসেম্বর ২০১৬/জে. খান স্বপন/রুহুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়