ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বরিশাল বোর্ডে পাসের হার ৯৭.০৫ শতাংশ

জে.খান স্বপন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৮, ২৪ ডিসেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বরিশাল বোর্ডে পাসের হার ৯৭.০৫ শতাংশ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল : জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় বরিশাল শিক্ষাবোর্ডে পাসের হার ৯৭ দশমিক ০৫ শতাংশ। এখানে জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৯০৬ জন।

এবারও পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তির ক্ষেত্রে ছাত্রীরা এগিয়ে। সোমবার বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. আনোয়ারুল আজিম ফলাফল ঘোষণা করেন।

তিনি জানান, এবারে জেএসসি পরীক্ষায় ১ লাখ ১৪ হাজার ৮৫৭ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিল। এরমধ্যে ৬১ হাজার ৩০০ ছাত্রী আর ৫৩ হাজার ৫৫৭ জন ছাত্র। এদের মধ্যে পাস করেছে ৫৯ হাজার ৯০৩ জন ছাত্রী আর ৫১ হাজার ৫৬৬ জন ছাত্র। পাসের হারে ভোলা জেলা এগিয়ে রয়েছে। গত বছরের চেয়ে পাসের হার দশমিক ৭৩ ভাগ বাড়লেও জিপিএ-৫ এর সংখ্যা কমেছে ৩ হাজার ৫২৫টি।

ফল প্রকাশের পর শিক্ষার্থীরা তাদের নিজ নিজ বিদ্যালয় প্রাঙ্গণে উচ্ছ্বাস প্রকাশ করেছে। ভালো ফলাফল হওয়ায় খুশি তারা।

প্রতিবছরের মতো এবারও জেএসসি পরীক্ষায় বরিশাল শিক্ষাবোর্ডে শতভাগ পাসের অবস্থান ধরে রেখেছে বরিশাল ক্যাডেট কলেজ। যেখানে এ বছর অংশগ্রহণকারী ৫৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৪ জন জিপিএ-৫ অর্জন করেছে এবং ১ জন জিপিএ-৪.৭৯ অর্জন করেছে।

মোট জিপিএ-৫ এর মধ্যে ছেলেদের থেকে মেয়েরা প্রায় দ্বিগুণ জিপিএ-৫ পেয়েছে। যেখানে ছেলেরা পেয়েছে মাত্র ১ হাজার ৮০১ জন, সেখানে মেয়েরা পেয়েছে ৩ হাজার ১০৫ জন।

বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. আনোয়ারুল আজিম জানান, এ বছর জেএসসিতে পাসের হার বাড়লেও কমেছে জিপিএ-৫ এর সংখ্যা। এবারই প্রথম চতুর্থ বিষয় পরীক্ষা না থাকায় জিপিএ-৫ এর সংখ্যা কম। তবে তুলনামূলকভাবে বরিশাল শিক্ষাবোর্ডে পাসের হার বেশি।




রাইজিংবিডি/বরিশাল/২৪ ডিসেম্বর ২০১৮/জে.খান স্বপন/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়